গতকালই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে আর আজকে মল্লিক বাড়িতে সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক(Koel Mallick)। এই খুশির খবর অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন সাবার সঙ্গে।
অভিনেত্রী লেখেন,‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে নেন লাভ, লাইফ, ব্লেসিং, ব্লিস। অভিনেত্রী শোয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তাঁকে এবং স্বামী নিসপাল সিং ও ছেলে কবীরকে। অভিনেত্রীর এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সতীর্থরা।
প্রসঙ্গত, ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল(Koel Mallick)। বিয়ের প্রায় ৭ বছর পর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান। ছেলের নাম রাখেন কবীর। মাঝেমধ্যেই ছেলের সঙ্গে কিছু খুনসুটি মূহুর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেন কোয়েল। ছেলের জন্মের পর সমানতালে কাজ করে গেছেন কোয়েল (Koel Mallick)। এবার পরিবারে আসতে চলেছে আরও এক নতুন সদস্য। ফলে মল্লিক বাড়িতে পুজোর আগে খুশির মেজাজ।
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর দুটি ছবি। একটি হচ্ছে অরিন্দম শীলের মিতিন মাসি। অন্যটি অন্নপূর্ণা বসুর ‘স্বার্থপর’ছবি। এই ছবিতে দীর্ঘদিন পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কোয়েল।