‘রান্না ঘর থেকে স্ন্যাক্স খাওয়া মিস করছি’, কেকে কন্যার আবেগঘন পোস্টে ভিজল সোশ্যাল মিডিয়া

শেষ মুহূর্তেও সকলকে হাসিয়ে, সকলকে গান শুনিয়ে পরলোক গমন করেছেন KK। তারই মধ্যে রবিবার ছিল পিতৃ দিবস। আর এই বিশেষ দিনে এই প্রথমবার বাবাকে ছাড়া…

KK daughter's passionate post

শেষ মুহূর্তেও সকলকে হাসিয়ে, সকলকে গান শুনিয়ে পরলোক গমন করেছেন KK। তারই মধ্যে রবিবার ছিল পিতৃ দিবস। আর এই বিশেষ দিনে এই প্রথমবার বাবাকে ছাড়া দিনটি পালন করলেন কে কে কন্যা। সোশ্যাল মিডিয়ায় করেছেন আবেগঘন পোস্ট। এক মাসও হয়নি মৃত্যু হয়েছে কেকের। এটাই প্রথম পিতৃ দিবস যেখানে বাবাকে ছাড়া তামারা প্রথম পালন করলেন। ছোট বয়সে বাবার সঙ্গে তোলা বেশ কিছু পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন আবেগঘন ক্যাপশন।

কেকে কন্যা নিজের ইনস্টাগ্রামে পুরনো সেই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে হারানোর ব্যথা একশোবার সহ্য করব, কিন্তু আবারও তোমাকেই বাবা হিসেবে পেতে চাই। তোমাকে ছাড়া জীবন অন্ধকার, বাবা। তুমি সবথেকে স্নেহময় বাবা। তুমি বাড়িতে ফিরে মুচকি হাসতে। তার পর আমাদের মাঝে শুয়ে স্নেহ ভরে জড়িয়ে ধরতে। আমি তোমাকে মিস করছি। আমি তোমার সঙ্গে খাওয়া মিস করছি। তোমার সঙ্গে হাসি মিস করছি। তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়াও মিস করছি। শুভ পিতৃ দিবস। অনেক ভালোবাসা তোমার জন্য বাবা। তোমায় অনেক মিস করছি। তুমি গোটা বিশ্বে সবথেকে ভালো। আমি জানি তুমি প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছো’।

   

প্রসঙ্গত, কলকাতার নজরুল মঞ্চে লাইভ প্রোগ্রাম করতে এসে আচমকাই মৃত্যু হয় বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কেকের। বাবার মতো তামারাও সংগীত জগতে পা বাড়াতে চেয়ে ছিলেন। গান নিয়ে নিজের ভাবনাচিন্তা বাবাকে দেখাতেন তামারা। পরিবর্তে কেকে-এর যে উত্তর আসত, বাবার কাছ থেকে যে প্রতিক্রিয়া পেতেন, সে সবই মিস করছেন তিনি। বাবার নিঃশর্ত ভালবাসাই পথ চলার শক্তি, এ কথাও বলেছেন কেকে-তনয়া। কেকে চলে যাওয়ার পর বাকিরা প্রতিদিন কাজে যাচ্ছেন যাতে কেকে-এর কর্মশক্তি আরও ছড়িয়ে দিতে পারেন। কেকে-এর মতোই মানসিক ভাবে শক্ত থেকে তাঁরা অন্যদের খেয়াল রাখতে চান। নিজের পোস্টে সেই কথাও জানিয়েছেন কে কে কন্যা।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Taamara (@taamara.k24)