‘দ্য বং গাই’-এর মুকুটে আন্তর্জাতিক নয়া পালক!

বাংলা ইউটিউব (YouTube) জগতে পথপ্রদর্শক বলতে একজনের নামই ভেসে ওঠে চোখের সামনে। তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় কিরণ দত্ত (Kiran Dutta)। ইঞ্জিনিয়ারিং ছেড়ে…

kiran-dutta

বাংলা ইউটিউব (YouTube) জগতে পথপ্রদর্শক বলতে একজনের নামই ভেসে ওঠে চোখের সামনে। তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় কিরণ দত্ত (Kiran Dutta)। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ঝুঁকি নিয়ে শুরু করেছিলেন ইউটিউব কনটেন্ট বানানো। সেই সময় কেউ কি জানত, এই ছেলেই একদিন হয়ে উঠবে বাংলার এক নম্বর ইউটিউবার। সেই সময় বলতে গেলে শূন্য থেকেই শুরু করেছিলেন তিনি।

আর আজ তার ইউটিউব চ্যানেল (YouTube) অর্থাৎ ‘দ্য বং গাই’ (The Bong Guy) এর সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। এবার বাংলার এক নম্বর ইউটিউবার কিরণ দত্তের (Kiran Dutta) মুকুটে জুড়ল আন্তর্জাতিক নয়া পালক। ফোর্বসের (Forbes India’s 100 top creator) তালিকায় নাম উঠল কিরণের।

   
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiran Dutta (@yourbongguy)

 

ভরতের সেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটার তালিকায় ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন কিরণ দত্ত। ফোবসের নিউজ আর্টিকেলের একটি স্ক্রিন শট কিরণ দত্ত (Kiran Dutta) তার সমাজ মাধ্যমে শেয়ার করে লিখেছেন,‘বাপের জন্ম কল্পনাও করিনি ফোর্বসে নিজের ছবি দেখতে পাব….আর সেরা ১০০ ডিজিট্যাল স্টারদের মধ্যে ১০ নম্বরে থকার কথা তো ছেড়ে দাও।’

তিনি আরও লেখেন, ‘আজ আমার এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে যে বলেছিল জীবনে আমি কিচ্ছু করতে পারব না। আমি এতটাই অদ্ভূত যে বাড়ি এসে এই কথাটা ১০০০ বার লিখেছিলাম-আমি পারব আর কেঁদেছিলাম। কারণ স্যার মেয়েদের সামনে অপমান করেছিল। কেন আজ হঠাৎ মনে পড়ল জানি না। তবে ভিতরের শিশুমনটা চিৎকার করে বলছে- পারলাম তো? ভাইদের জানাই অসংখ্য ধন্যবাদ। বড় স্বপ্ন দেখো, আমার মতো সাধারণ একজনের পূরণ হতে পারলে তোমাদের সবারও হবে। ধন্যবাদ।’

প্রসঙ্গত, কিরণ দত্ত (Kiran Dutta) যখন ইউটিউবে ভিডিও বানাতে শুরু করেছিলেন তখন বাঙালি ইউটিউবারের সংখ্যা ছিল হাতে গোনা। ‘দ্য বং গাই’ (The Bong Guy) নামের একটি ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে মজার মজার কনটেন্ট বানিয়ে ইউটিউবে ছাড়তে শুরু করেন তিনি। দিনরাত পরিশ্রম করে ভিডিও বানিয়েছেন। এমনকি তিনি নিজে হাতে স্ক্রিপ্ট লেখা থেকে এডিটিং, সবটা একা করেন।

উল্লেখ্য,গত বছর দাদাগিরির মঞ্চে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)তিনি জানিয়েছিলেন তাঁর উপার্জনের কথা। কিরণ দত্তকে (Kiran Dutta) সৌরভ গাঙ্গুলি জানতে চেয়েছিলেন তার মাসিক উপার্জনের অঙ্কটা। নির্দিষ্ট করে কোনও অঙ্কের উল্লেখ না করেই বং গাই সগর্বে জানালেন কোনও একজন ইঞ্জিনিয়ারের তুলনায় তিনি মাসে ৬-৭ গুণ বেশি উপার্জন করছেন। এই কথা শুনে সৌরভ অনুমান করে বলেন সেই হিসেবে কিরণ দত্তের (Kiran Dutta) মাসিক উপার্জনের অঙ্কটা দাঁড়ায় ১০-১২ লক্ষ টাকা।