নানা রঙের বিকিনিতে নেট দুনিয়ায় আগুন ধরালেন কিম

সেনসেশনের আরেক না কিম কার্দাশিয়ান (kim kardashian) বিকিনি কিংবা স্পল্পবসনেই তাঁকে দেখতে অভ্যস্ত দুনিয়া। কিমের সম্মোহনী ছবির আকর্ষণ এড়িয়ে যাওয়া মুশকিল। তাইতো এবারও নেট দুনিয়ায়…

kim kardashian

সেনসেশনের আরেক না কিম কার্দাশিয়ান (kim kardashian) বিকিনি কিংবা স্পল্পবসনেই তাঁকে দেখতে অভ্যস্ত দুনিয়া। কিমের সম্মোহনী ছবির আকর্ষণ এড়িয়ে যাওয়া মুশকিল। তাইতো এবারও নেট দুনিয়ায় শরীরি আবেদনের আগুন ধরালেন কিম। ওয়েবদুনিয়া এখন ঝলসাচ্ছে তপ্ত বালুকবেলা উত্তপ্ত কিমের কৃষ্ণ বিকিনির রূপের ছটায়।

Advertisements

kim kardashian

বিজ্ঞাপন

ছুটি কাটাতে গিয়ে গোলাপি বিকিনি পরে স্নানবাথ নিতে নিতে ছবি তোলেন কিম। যা এখন ইন্টারনেটে ঝড় তুলেছে।

বালুকরাশি গায়ে মেখে কালো বিকিনিতে উত্তপ্ত কিমের রূপের ছটা।

kim kardashian

সমুদ্রে স্নানে মেতেছেন কিম। সেখানে সাদা ফেনার সঙ্গে কিমের শ্বেতশুভ্র বিকিনি যেন লুকোচুরি খেলছে।

টেন্টের মধ্যে সূর্যের আলোর খেলা। তাই সেই আলোয়া খয়েরি বিকিনিতে কিমের টোনড অ্যাবস যেন আরও বলিষ্ঠ৷

ঝলমলে দিনে উজ্জ্বল পার্পল আরও উষ্ণ কিমের শরীরী ছোঁয়ায়।

kim kardashian