হঠাৎ হাসপাতালে কিয়ারা, বাতিল ‘গেম চেঞ্জার’ প্রচার

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani) বর্তমানে আসন্ন ছবি ‘গেম চেঞ্জার’ (Game Changer) এর প্রচারে ব্যস্ত। এই ছবিতে তিনি প্যান ইন্ডিয়া তারকা রাম চরণের (Ram…

Kiara Advani Hospitalized in Mumbai, Her Health Update Amid Film Promotion

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani) বর্তমানে আসন্ন ছবি ‘গেম চেঞ্জার’ (Game Changer) এর প্রচারে ব্যস্ত। এই ছবিতে তিনি প্যান ইন্ডিয়া তারকা রাম চরণের (Ram Charan) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তবে এর মধ্যেই কিয়ারা আদবানি সম্পর্কিত বড় খবর সামনে এসেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে কিয়ারা আদবানি (Kiara Advani) ভর্তি হন। অভিনেত্রীকে মুম্বাইতে ‘গেম চেঞ্জার’ ছবির ট্রেলার লঞ্চ এবং প্রেস মিটে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

   

সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তার নতুন সিনেমা “গেম চেঞ্জার” (Game Changer)-এর সকল প্রচার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিনেত্রীকে হাসপাতালে কেন ভর্তি করা হয়েছে। সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা জানানো হয়নি। তবে কিয়ারার (Kiara Advani) হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ram Charan (@alwaysramcharan)

একের পর এক সিনেমায় তার সাফল্য, ফ্যাশন, এবং ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকেন কিয়ারা (Kiara Advani) । বর্ষবরণের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবিতে কিয়ারা পলকা ডটের পোশাক পরেছিলেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিছু মানুষ বলেছিলেন কিয়ারা অন্তঃসত্ত্বা, তবে এই গুঞ্জনকে নিয়ে কিয়ারা বা সিদ্ধার্থ কেউই কোনো মন্তব্য করেননি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। ওই সিনেমার শুটিংয়ের সময়ই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, যা পরে বাস্তব জীবনে রূপ নেয়। গত বছরের ফেব্রুয়ারিতে তারা গাঁটছড়া বাঁধেন ।

উল্লেখ্য কিয়ারা আডবাণী (Kiara Advani) সম্প্রতি ফারহান আখতারের ‘ডন থ্রি’-তে সাইন করেছেন। তবে ওই ছবির শুটিং এখনও শুরু হয়নি। এর পাশাপাশি, দক্ষিণী সুপারস্টার রামচরনের সঙ্গে তার সিনেমা “গেম চেঞ্জার”-এর কাজও শেষ হয়েছে। তিনি সম্প্রতি ছবির প্রচার করছিলেন। তবে আচমকা তার হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ছবির প্রচারের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।