Sunday, December 7, 2025
HomeEntertainmentTollywood: বাস্তবে শালি চিনির প্রেমে অর্জুন

Tollywood: বাস্তবে শালি চিনির প্রেমে অর্জুন

- Advertisement -

‘খড়কুটো’ ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, সোনালের বিপরীতে সায়ন্ত এবং প্রিয়াঙ্কার জোরিদার রাজা গোস্বামী।  কিন্তু ক্যামেরার পিছনে বসন্তের ফুল ফুটেছে অন্যত্র। চুটিয়ে প্রেম করছেন সায়ন্ত ও প্রিয়াঙ্কা। অর্থাৎ, পর্দায় সাঝির দিদি ও তাঁরই হবু বর। 

বর্তমানে সায়ন্ত মোদক ও প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে একে-অপরের ছবিতে ছয়লাপ। এমনকি ভালবাসার কথা, পাশে থাকার গল্প কিছুই বাদ নেই লিস্টে। সায়ন্তর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম ‘দ্য কনফিউজ়ড বক্স’। সেই নামের একটি ইউটিউব চ্যানেলও আছে সায়ন্তর। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগ করেন অভিনেতা।

   

টেলিপাড়ায় গুঞ্জন, শেষ হতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। ৫ অগস্ট নাকি তার শেষ সম্প্রচার। অতিমারির সময়ে, ২০২০-র ১৭ অগস্ট শুরু হয়েছিল ধারাবাহিক। প্রথম দিন থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে গুনগুন, সৌজন্য, জেঠাই, পটকা, মেজকা, পুটুপিসি, চিনি, সাজি, রূপাঞ্জনেরা। এই ধারাবাহিকেই প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় বাবার চরিত্রে ধরা দিয়েছিলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular