গত মাসেই মুক্তি পেয়েছে দেবের (Dev) বহু প্রতীক্ষিত ছবি ‘টেক্কা’, যা পুজোর সময়ে ‘শাস্ত্রী’ এবং ‘বহুরূপী’ ছবির সঙ্গে দারুণ প্রতিযোগিতা করে সফল ব্যবসা করেছে। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানো এই ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই, দেব নতুন ছবি ‘খাদান’ (Khadan) সম্পর্কে একটি চমকপ্রদ আপডেট শেয়ার করলেন (Khadan update)।
সম্প্রতি, দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর কাঁধে একটি মোটা রশি। সেই রশি দিয়েই তিনি পিছনে থাকা তাণ্ডবরত শিবের মূর্তি টানছেন। ছবিটি যেন দেবের নতুন প্রকল্পের প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে । দেবের পরনে ছিল বেইজ ও কমলা রঙের একটি জামা, যা তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
শুভ দীপাবলি 🪔
Happy Diwali…দেখা হচ্ছে বড়দিনে 🎄
1st song #RajaAsche coming soon very soon 🫡#Khadaan pic.twitter.com/cQdemg4LX9
— Dev (@idevadhikari) November 1, 2024
ছবির ক্যাপশনে দেব (Dev) লেখেন, “শুভ দীপাবলি!” এই উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং উল্লেখ করেন, “দেখা হচ্ছে বড়দিনে।” সঙ্গে লেখেন, “প্রথম গান রাজা আসছে শীঘ্রই মুক্তি পাচ্ছে।” পোস্টের সঙ্গে #খাদান হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি ছবিটির প্রতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে (Khadan update)।
‘খাদান’ (Khadan) ছবিতে টলিউড সুপারস্টার দেব (Dev) ধরা দেবেন কয়লা মাফিয়ার চরিত্রে। জানা গিয়েছে ছবিতে দেবকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। ছবিতে দেবের বন্ধুর চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। এছাড়ও ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত, ইধিকা পাল, প্রমুখ। চলতি বছরের বড় দিনে মুক্তি পাবে খাদান।
‘খাদান’ (Khadan) ছবিটি নিয়ে দেবের (Dev) এই আপডেট (Khadan update)নিশ্চিতভাবেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। ছবির পেছনের কাহিনী, পরিচালক এবং অন্যান্য শিল্পীদের নিয়ে আলোচনা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে। দেবের এই ছবি তার আগের কাজের ধারাবাহিকতায় এক নতুন মাত্রা নিয়ে আসবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।