HomeEntertainmentThe Kerala Story: বাম সরকারের আবেদন‌ খারিজ করে 'দ্য কেরালা স্টোরি' মুক্তির...

The Kerala Story: বাম সরকারের আবেদন‌ খারিজ করে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির নির্দেশ

- Advertisement -

পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল কংগ্রেস এবং কেরালা বাম সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, ইতিমধ্যেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এই ছবির মুক্তি আটকানো যাবে না।

এদিন বিচারপতিদের বেঞ্চ আইনজীবী কপিল সিব্বল ও নিজাম পাশাকে জানিয়ে দিল ঘৃণা ভাষণ শোনানো এবং দেখানোর কারণে কোনও ছবির মুক্তি আটকানো যায় না। দ্য কেরালা স্টোরি পেয়েছে ‘এ’ সার্টিফিকেট। শুধু তাই নয়, বিতর্ক থামাতে ছবি থেকে ১০ টি দৃশ্যকে কেটে বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে তত্‍কালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সাক্ষাত্‍কারের দৃশ্যও।

   

পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি ঘিরে তুমুল বির্তক শুরু হয় কেরলে। কেরলের ডিজিপি অনিলকান্ত তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পারজন কুমারকে ছবিটির টিমের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করারও নির্দেশ দেন। ছবিটি মুক্তি পাবে ৫ মে। হিন্দি, তামিল তেলগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি ছবির টিজারে দেখানো হয়, কেরালা থেকে ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। কেরালায় সাধারণ মেয়েদের ধর্মান্তরিত করে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত করার খেলা চলছে যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular