Katrina Kaif: দীপাবলীর সাজে লাল-শাড়িতে মোহময়ী ক্যাট

উৎসবের এই প্রাক্কালে আলোর রোশনাইতে ঝলমল করছে সমগ্র ভারত। আর এই আলোর উৎসবে কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে প্রাক দীপাবলীর পার্টি। আর উৎসবের এই ভরা…

Katrina Kaif

short-samachar

উৎসবের এই প্রাক্কালে আলোর রোশনাইতে ঝলমল করছে সমগ্র ভারত। আর এই আলোর উৎসবে কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে প্রাক দীপাবলীর পার্টি। আর উৎসবের এই ভরা মেজাজ মানেই অভিনেতা অভিনেত্রীদের ফটোশুটের হিড়িক পড়ে যায়, তা সে বলিউড হোক কিংবা টলিউড।

   

ইতিমধ্যেই বলিউডের অন্যতম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) কৌশল দীপাবলীর জন্য স্পেশাল ফটোশুট করিয়েছে। তারই কিছু ফটো আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে লাল রঙের শাড়ি, স্লিভলেস ব্লাউজ সঙ্গে হালকা গয়না ও মেকআপে হয়ে উঠেছেন অনন্যা।

পরনে লাল শাড়ি পরা দেখে মনেই হচ্ছে অভিনেত্রী তার স্বামীর সাথে প্রথম দীপাবলি উৎযাপন পরার জন্য তৈরী। অভিনেত্রী গতবছর ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই লাইক পেরিয়েছে ১০লাখের ওপরে। অগ্রিম দীপাবলীর শুভেচ্ছায় ভরে গিয়েছে কমেন্ট বক্স।

https://www.instagram.com/p/Cj7ZBhqPhZo/?utm_source=ig_web_copy_link