প্রয়াগরাজ: মহাকুম্ভে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ৷ গতকাল, ২৪ ফেব্রুয়ারি মহা কুম্ভে যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছান তিনি। সেখানে শাশুড়ি মায়ের সঙ্গে গঙ্গা-যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পবিত্র স্নান সারেন৷ স্নান শেষে প্রার্থনাও করেন তিনি৷ প্রয়াগে তাঁর ধর্মীয় আচার পালনের সেই সব ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
নতুন একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পরমার্থ নিকেতন আশ্রমের সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী এবং সাধ্বী ভাগবতী সরস্বতীর সঙ্গে প্রসাদ বিতরণ করছেন অভিনেত্রী। পরনে হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ৷ খোলা চুল৷ কপালে তিলক৷ হাসিমুখে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করছেন ক্যাটরিনা। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তাঁর ছবি তুলতে ব্যস্ত হয়ে পরেন ভক্তরা৷ ভিডিয়োটি সংবাদ সংস্থা ANI তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছে৷ যা ঝরের গতিতে ভাইরাল হয়ে যায়।
এদিন মহাকুম্ভে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল৷ নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। ক্যাটরিনাকে ভক্তদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়৷ ধৈর্য ধরে ‘খিচুড়ি’ (প্রসাদ) বিতরণ করতেও দেখা যায় তাঁকে।
মহাকুম্ভে তাঁর অভিজ্ঞতা কেমন, সে কথা নিজেই শেয়ার করেন ক্যাটরিনা৷ তিনি বলেন, ‘‘আমি খুবই ভাগ্যবতী যে এই সময় আমি এখানে আসতে পেরেছি। আমি সত্যিই খুশি এবং কৃতজ্ঞ। এখানে স্বামী চিদানন্দ সরস্বতীজির সঙ্গে দেখা করেছি এবং তাঁর আশীর্বাদ নিয়েছি। এখানকার শক্তি, সৌন্দর্য এবং এর গভীর গুরুত্ব অনুভব করছি। পুরো দিনটা এখানে কাটানোর জন্য আমি উদগ্রীব।’’
এর আগে একটি ভিডিওতে ক্যাটরিনাকে ভজন শুনতে দেখা গিয়েছিল। সেই ভিডিয়োতে, অভিনেত্রী রবিনা ট্যান্ডন এবং তাঁর কন্যা রাশা থাদানিকেও দেখা যায়। ক্যাটরিনা ত্রিবেণী সঙ্গমে অরতি করেন এবং গঙ্গাস্নানও সারেন৷
ভিকি কৌশল ও অন্যান্য বলিউড তারকারাও মহাকুম্ভে
এদিকে, গত ১৩ ফেব্রুয়ারি, ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশলও মহাকুম্ভ দর্শনে গিয়েছিলেন। তাঁর আসন্ন ছবি “ছাভা” মুক্তির আগে প্রয়াগরাজে গিয়ে গঙ্গাস্নান ও প্রার্থনা করেন ভিকি।
সম্প্রতি, বলিউডের এক ঝাঁক তারকা মহাকুম্ভে গিয়ে পূণ্যস্নান করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, জুহি চাওলা, প্রীতি জিন্টা, ঈশা গুপ্তা, সোনালী বেন্দ্রে এবং হেমা মালিনী।