Karwa chauth:করবা চৌথ ব্রত পালনের মত্ত সমগ্র বলিউড মহল 

সবেমাত্র কাল অনুষ্ঠিত হয়েছে করবা চৌথ। প্রধানত, বলিউড জগতের সকলেই পালন করেছিলেন এই ব্রত। ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে নেহা-রোহান, শিল্পা-রাজ কুন্দ্রা, স্বস্ত্রীক বরুণ ধাওয়ান এবং আরো অনেকে। এই ব্রত স্ত্রীরা প্রধানত তাদের স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য করে থাকেন। প্রধানত এই ব্রত উত্তর ও পশ্চিম ভারতের মহিলারাই করে থাকেন কিন্তু ইদানিংকালে এই ব্রত পালন করার প্রবণতা এতটাই বেড়ে গেছে যে ভারতের প্রত্যেক জায়গায় এই ব্রত পালন করা হয়ে থাকে। করবা চৌথ ব্রত পালনে অভিনেতা অভিনেত্রীদের পরনে রয়েছে ভারতীয় পোশাক। কারোর পরনে রয়েছে শাড়ি আবার কারোর পরনে রয়েছে লেহেঙ্গা, মাথায় সিঁদুর হাতে চূড়া। আবার অভিনেত্রীদের পাল্লা দিয়ে অভিনেতাদের পরনে রয়েছে কুর্তা-পাজামা।

এই ব্রত পালন করা মাত্রই বলিউড জগতের ছোট বড় থেকে বড় পর্দায় সকল অভিনেতা-অভিনেত্রীরা তাদের এই দিনের বিশেষ কিছু মুহূর্তের ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মাত্রই দর্শকদের শুভেচ্ছা ভরে গেছে তাদের কমেন্ট বক্স। এই অভিনেতা অভিনেত্রী জুটি সারা বছর বিভিন্ন কাজের জন্য ব্যস্ত থাকলেও বিশেষত এই দিনটির জন্য তারা নিজেদেরকে তৈরি করে তোলে ভারতীয় রূপে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন