Kartik Aryan: বলিউডের নতুন গুঞ্জনে মজে নেট দুনিয়া

সাধারণ মানুষদের মধ্যে চলতি কথায় আছে, ‘ অভিনয় জগতের মানুষদের জীবন নিয়ে সর্বদাই কোন না কোন গুঞ্জন শুনতে পাওয়া যায়’। এই সকল গুঞ্জন কখনও সত্যিও…

Kartik Aryan: বলিউডের নতুন গুঞ্জনে মজে নেট দুনিয়া

সাধারণ মানুষদের মধ্যে চলতি কথায় আছে, ‘ অভিনয় জগতের মানুষদের জীবন নিয়ে সর্বদাই কোন না কোন গুঞ্জন শুনতে পাওয়া যায়’। এই সকল গুঞ্জন কখনও সত্যিও হয়। বর্তমানে এমনই এক গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ব্যাপারে। ‘ভুলভুলেইয়া ২’ অভিনীত অভিনেতা কার্তিক আরিয়ান(Kartik Aryan) বর্তমানে নাকি ডেট করছে হৃত্বিক রোশনের খুড়তুতো বোন পশ্মিনা রোশানকে।

https://www.instagram.com/p/CkqesVapOYc/?igshid=MDJmNzVkMjY=

Advertisements

এর আগে কার্তিক আরিয়ান সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের প্রেমে মুশগুল হয়েছিল। কিন্তু, বর্তমানে অভিনেতার জীবনে বিচরণ করে বেড়াচ্ছে পশ্মিনা। বর্তমানে এই বিনোদন জগতের সংবাদ নেটিজেনদের বেশ মনোরঞ্জন করছেন। এমনকি পশ্মিনা রোশন ও কার্তিক আরিয়ানকে একে অন্যের বাড়ি যাতায়াত করতেও দেখা গিয়েছে। এই দুজনের সম্পর্কের রসায়ন দেখে বোঝা যাচ্ছে যে, তারা কেবল শুধু ভালো বন্ধুই নয় তার থেকে বেশী কিছু। এমনকি জানতে পারা গিয়েছে যে দীপাবলীর সময় অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ পশ্মিনাকে পাশে বসিয়ে ম্যাকলারেনের জুহুতে অভিনেতা তার গাড়ি করে তাকে বাড়ি ছেড়ে দেন। তারা জিও ওয়ার্ল্ড ড্রাইভে এবং প্যাটিসেরি Cou Cou-এ তাদের গভীর রাত কাটাতে পছন্দ করে বলে জানা গেছে।