HomeEntertainmentভূতের কবলে কার্তিক আরিয়ান, দিলেন অদ্ভুত বার্তা!

ভূতের কবলে কার্তিক আরিয়ান, দিলেন অদ্ভুত বার্তা!

- Advertisement -

শুক্রবার সোশাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে ভূতের কবলে পড়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) । ভিডিওতে অদ্ভুত ভাবে হাসতে হাসতে বার্তা দিলেন তিনি। আসলে এই ভিডিও দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল যে ২০২৪ সালের দিওয়ালিতে আসতে চলছে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’।আর এই ছবিতেই ফিরছেন সকলের প্রিয় তান্ত্রিক ‘রূহ বাবা’।

বলিউড ট্রেড বিশেষজ্ঞ তারান আদর্শ শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রুহান রান্ধাওয়া বা রূহ বাবা রুপি কার্তিক আরিয়ানকে। তিনি বসে আছেন ভুল ভুলাইয়ার ভূতুড়ে বাড়িটিতে। দেখে তাঁকে মনে হচ্ছে তাঁর ওপর ভূতে ভোর করে রয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “কি মনে হল? গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয় যাতে একদিন আবার খোলা যায়।”

   

দুদিনেই ১০০ কোটি পার, সাকসেস পার্টিতে মজলেন ‘স্ত্রী ২’ এর কলাকুশলীরা

ভিডিওতে দেখ যায় যে রূহ বাবা ২০২২ সালের মঞ্জুলিকাকে আটকে রাখা সেই ঘরে বসে রয়েছেন টিজারে ক্যামেরা যখন আসতে আসতে সেই ঘরের দিকে নিয়ে যায় তখন একে একে করে বাড়ির এল গুলি নিভতে থাকে। এরপর দেখা যায় যে তান্ত্রিকের কালো পোশাকে পোষে আছেন রুহান। তিনি বলে ওঠেন, “আমি শুধু আত্মাদের সঙ্গে কোথায় বলি না, আত্মারা আমার মধ্যে চলেও আসে।”

এরপর হঠাৎই চোখ জলে ওঠে রুহানের। বন্ধ হয়ে যায় ভিডিও। জানা গিয়েছে যে অগস্ট মাসের শেষ প্রকাশ করা হবে ‘ভুল ভুলাইয়া ৩’ এর টিজার। খুব শীঘ্রই প্রকাশ করা হবে টিজার মুক্তির তারিখ। তরণ আদর্শ তাঁর ক্যাপশনে লিখেছেন, “রুহ বাবা এই দিওয়ালিতে ফিরছেন। অগস্ট মাসের শেষে প্রকাশ করা হবে ছবির টিজার। ‘শয়তান’, ‘মুঞ্জা’, ‘স্ট্রী২’, এর সাফল্যের পর এই ছবিটিকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে। দিওয়ালিতেই আসছে এই ছবিটি। মুক্তিতে কোনও বিলম্বিকরণ হচ্ছে না। এই মাসের শেষেই আসছে ‘ভুল ভুলাইয়া ৩’ এর টিজার। খুব শীঘ্রই ঘোষণা করা হবে তারিখ। “

তরণ তাঁর টুইটে আরও লিখেছেন, ” এর আগের ছবিটি ‘ভুল ভুলাইয়া ২’ ছিল একটি বড় ব্লকবাস্টার, যেটি বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা যায় করেছিল। তাই ‘ভুল ভুলাইয়া ৩’ কে নিয়েও আকাশছোঁয়া প্রত্যাশা রয়েছে। ‘স্ত্রী ২’ এর সাফল্যের পর দর্শকদের মনে ‘ভুল ভুলাইয়া ৩’ কে নিয়ে প্রত্যাশা ও উত্তেজনা আরও বাড়ছে।

‘ভুল ভুলাইয়া ৩’-এর তারকা-খচিত কাস্টে রয়েছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি রাজপাল যাদব এবং সঞ্জয় মিশ্র । এই বছরের মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। বিস্তৃত স্টুডিও সেট থেকে শুরু করে বাস্তব অবস্থানে , বহু জায়গায় গত চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এই ছবির টিম। ২ অগস্ট শেষ হয় এই ছবির শুটিং। এই ছবির একটি শিডিউলের শুটিং হয়েছিল কলকাতায়।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular