তিন দশক পরও ‘বোম্বে’? আর নয়, কপিল শর্মাকে সতর্ক করল ক্ষুব্ধ এমএনএস

মুম্বই: মায়ানগরী মুম্বাইকে ‘বোম্বে’ বলে সম্বোধন করে বিপাকে কমেডিয়ান কপিল শর্মা৷ মহারাষ্ট্র নাবনির্মাণ সেনা (এমএনএস)-র রোষের মুখে পড়লেন তিনি৷ কড়া ভাষায় সতর্ক করা হল তাঁকে।…

Kapil Sharma MNS warning

মুম্বই: মায়ানগরী মুম্বাইকে ‘বোম্বে’ বলে সম্বোধন করে বিপাকে কমেডিয়ান কপিল শর্মা৷ মহারাষ্ট্র নাবনির্মাণ সেনা (এমএনএস)-র রোষের মুখে পড়লেন তিনি৷ কড়া ভাষায় সতর্ক করা হল তাঁকে। সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার নেটফ্লিক্স শো-এর একটি ক্লিপ পোস্ট করে এমএনএস নেতা আমেয়া খোপকার বলেন, প্রায় তিন দশক পেরিয়ে গেলেও চলচ্চিত্র, টেলিভিশন এবং সেলিব্রিটি মহলে ‘বোম্বে’ শব্দটির ব্যবহার বন্ধ হল না।

বোম্বে বলায় আপত্তি

খোপকার লিখেছেন, ‘‘“প্রায় তিন দশক আগে বোম্বে আনুষ্ঠানিকভাবে ‘মুম্বাই’ নামে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু আজও বলিউডের কপিল শর্মা শো-র সেলিব্রিটি অতিথি, দিল্লির রাজ্যসভার সাংসদ, বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপক এবং বহু হিন্দি ছবিতে ‘বোম্বে’ শব্দটির ব্যবহার অব্যাহত রয়েছে। ১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকার শহরের নতুন নামকে স্বীকৃতি দেয়-যা চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতার নাম পরিবর্তনের আগেই ঘটেছিল। তাই বিনম্র অনুরোধ করছি এবং একই সঙ্গে সতর্কবার্তাও দিচ্ছি—অনুগ্রহ করে শহরের সরকারি নাম ‘মুম্বাই’কে সম্মান জানিয়ে সেই নামটিই ব্যবহার করুন।” 

   

শহরের সরকারি নাম ‘মুম্বাই’  Kapil Sharma MNS warning

এমএনএস ইতিমধ্যেই ‘বোম্বে’ শব্দ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত আপত্তি তুলেছে এবং বারবার দাবি জানিয়েছে, শহরের সরকারি নাম ‘মুম্বাই’ মেনে চলা আবশ্যক। এই ঘটনা একবার আবারও প্রমাণ করল, নামকরণের বিষয়টি শুধুই আনুষ্ঠানিক নয়—এটি সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত।

Advertisements

 Entertainment: Comedian Kapil Sharma faces a warning from the Maharashtra Navnirman Sena (MNS) for using the name “Bombay” instead of “Mumbai” in his Netflix show. The MNS’s Ameya Khopkar criticized the continued use of the old name in Bollywood and media circles.