HomeEntertainmentKanika KapoorWedding: ফের বিয়ের পিঁড়িতে কণিকা কাপুর!

Kanika KapoorWedding: ফের বিয়ের পিঁড়িতে কণিকা কাপুর!

সম্প্রতি গুঞ্জন উঠেছিল ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor )। এবার সেটাই হল সত্যি। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গায়িকার বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের নানান ছবি। আর এর পরেই উৎসুক হয়ে পড়েছে নেটিজেনরা।

- Advertisement -

দীর্ঘদিনের প্রেমিক লন্ডনের বাসিন্দা গৌতমের গলায় মালা দিয়েছেন গায়িকা। উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে প্রথম বিয়ে করেন কণিকা কাপুর। রয়েছে তাঁদের তিন সন্তানও। তবে ২০১২ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় গায়িকার। বেশ কয়েক বছর ধরেই গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কণিকা। মাঝে মধ্যেই গৌতমের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে লন্ডনে পাড়ি দিতেন তিনি।

   

বিয়ের দিন পেস্তা রঙের পোশাকে ঝলমলিয়ে উঠেছিলেন বলি গায়িকা। প্রসঙ্গত এর আগে কনিকা কাপুর এর বিয়ে নিয়ে একাধিক বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু সেই সমস্ত বিষয় জল ঢেলে দিয়েছিলেন বেবি ডল গায়িকা।

তাঁর একের পর এক হিট গান সকলকে মুগ্ধ করেছে। সম্প্রতি পুষ্পা ছবির ‘ও অন্তমাওয়া’র হিন্দি ভার্সান আগুন ধরিয়েছে নতুন প্রজন্মের মধ্যে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular