শুধার যাও….বেটিং অ্যাপ তদন্তে জড়িত তারকাদের একহাত নিলেন কঙ্গনা

মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে একের পর এক সেলেবের নাম। একাধিক সেলেব মোটা টাকার বিনিময়ে হয়ে উঠেছিলেন এই অ্যাপের মুখ। সেই তালিকায় রয়েছেন কপিল…

মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে একের পর এক সেলেবের নাম। একাধিক সেলেব মোটা টাকার বিনিময়ে হয়ে উঠেছিলেন এই অ্যাপের মুখ। সেই তালিকায় রয়েছেন কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, হিনা খান প্রমুখেরা।এই মহাদেব অ্যাপ মামলায় জড়িয়ে পড়া সেলিব্রিটিদের টার্গেট করেছেন কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই মামলা সম্পর্কে পোস্ট করেন। একটি সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করে বিখ্যাত অভিনেত্রী লিখেছেন, এই বিজ্ঞাপনটি এক বছরে প্রায় ৬ বার আমার কাছে এসেছিল, প্রতিবারই তারা আমাকে কেনার প্রস্তাবে কয়েক কোটি টাকা বাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমি প্রতিবারই না করেছিলাম।বলেছিলাম এটা নতুন ভারত। শুধরে যাও, নয়তো শুধরে দেওয়া হবে।একথার মাধ্যমে কঙ্গনা স্পষ্ট ভাষায় বলিউডকে হুমকি দিলেন বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এও জানিয়ে দিলেন মোটা টাকার হাতছানিতে তিনি নিজে কোনও মতেই এই ধরনের কাজে জড়াতে রাজি নন।

   

উল্লেখ্য,এই মামলায় প্রথম সমন পান রণবীর কাপুর।তারপর ধীরে ধীরে সমন পেতে শুরু করলেন একগুচ্ছ স্টারেরা। কয়েক মাস ধরেই এই অ্যাপ নিয়ে কাজ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাদেব অ্যাপ মামলার প্রধান অভিযুক্ত সৌরভ চন্দ্রকরের বিয়ে এবং গত বছরের সেপ্টেম্বরে কোম্পানির সাফল্যের পার্টি নিয়ে তদন্ত চলছে।

মহাদেব অ্যাপে পোকার, চান্স গেমস, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল, ক্রিকেট এবং কার্ড গেমের মতো অনেক অনলাইন গেমে বেটিং করা হয়। দুবাই থেকে সৌরভ চন্দ্রকর এবং রবি উরপল অ্যাপটি চালাচ্ছিলেন। বেটিং দুবাইয়ে বৈধ হলেও কিন্তু ভারতে এটি অবৈধ।সূত্রের খবর প্রায় ২০০০ কোটি টাকা নাকি তছরুপ হয়েছে এই অ্যাপের মাধ্যমে। যেখানে কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়।