‘আজ যারা সংবিধান নিয়ে প্রতিবাদ করছেন, এককালে তারাই…’, বিস্ফোরক কঙ্গনা রানাউত

   ৬ সেপ্টেম্বর ২০২৪ (6th September 2024)-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ও পরিচালিত ‘এমার্জেন্সি’ (Emergency) । এই ছবিতে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী…

  

৬ সেপ্টেম্বর ২০২৪ (6th September 2024)-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ও পরিচালিত ‘এমার্জেন্সি’ (Emergency) । এই ছবিতে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gnadhi) ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। ছবির পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন তিনি।

নীট থেকে নেট বিভিন্ন কেলেংঙ্কারি নানান বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সংসদে প্রতিবাদ করছেন বিরোধহীরা। সংবিধান হাতে সংসদ ভবনের বাড়ির প্রতিবাদ করতে দেখা যায় কংগ্রেসকে (Indian National Congress)। এই বিষয়ে এবং নিজের ছবির প্রচার করতে গিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা কংগ্রেসকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করেন মান্ডির বিজেপি সংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কঙ্গনা বলেন যে যেই দল এককালে সংবিধানের কণ্ঠরোদ করে জরুরি ব্যবস্থা জারি করেছিল, আজ তারাই হাতে সংবিধান নিয়ে বর্তমান সরকারের বিরোধিতা করছে। সবাইকে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন যে এই ছবিটি ভারতীয় ইতিহাসের একটি কালো অধ্যায়কে তুলে ধরবে এবং গান্ধী পরিবারের (Gandhi Family) নানান দুষ্কর্মে সম্বন্ধেও আলোকপাত করবে।

   

কঙ্গনা বলেছেন, “৬ই সেপ্টেম্বর আমাদের ছবি ‘এমার্জেন্সি’ (Emergency) মুক্তি পাচ্ছে। আজ যারা ভারতে রয়েছেন তারা কেউ সচক্ষে সেই ঘটনা দেখেননি। আমিও দেখিনি, আমার ৮৬ তে জন্ম। আপনাদের জানা উচিত কিভাবে সংবিধানের অপমান করা হয়েছিল। আজকের দিনে যারা হাতে সংবিধান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, যারা সংসদ ভবনের ভিতরে চিৎকার চেঁচামেচি, হাসি-ঠাট্টা করছেন, তারাই এককালে সংবিধানের কণ্ঠরোদ করেছিলেন। আপনারা ছবিটা দেখলেই বুঝবেন কিভাবে একটি পরিবার, গান্ধী পরিবার (Gandhi Family) দেশকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করত। এই ছবিটি ভারতীয় ইতিহাসের একটি কালো অধ্যায়কে তুলে ধরবে এবং গান্ধী পরিবারের নানান দুষ্কর্মে সম্বন্ধে আলোকপাত করবে।

হাসপাতালে সোনাক্ষী-জাহির, বিয়ের এক সপ্তাহের মধ্যে কী কারণে হাসপাতালে দম্পতি? 

জি স্টুডিও (Zee Studio) এবং মণিকর্ণিকা ফিল্মস (Manikarnika Films) দ্বারা প্রযোজিত, ‘ইমারজেন্সি’ হল ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম বিতর্কিত পর্বের একটি মেগা-বাজেট চলচ্চিত্র। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সর্বকালের অন্যতম নেত্রী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। ‘এমার্জেন্সি’-তে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিশাক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিককেও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে । জি স্টুডিওস এবং মণিকর্ণিকা ফিল্মস দ্বারা প্রযোজিত, চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সঞ্চিত বলহারা, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রিতেশ শাহ । ৬ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।