Bollywood: জোর করে জামা খুলিয়ে যৌন স্পর্শ! বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা

Kangana Ranaut

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন তার নামের সাথে সর্বক্ষণ লেগেই থাকে। একের পর এক নতুন নতুন বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসেন বলিউডের (Bollywood) কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত।

বেশ কিছুদিন আগে রিয়্যালিটি শো ‘লক আপ’-এ নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের কঙ্গনা, যা নিয়ে বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী। আর সেই শো-তে নিজেদের গোপন কথা ফাঁস করেছেন প্রতিযোগীরা। এমনকী শো’তে এসে বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা রানউত স্বয়ং। নিজের জীবনের এমন এক গোপন কথা ফাঁস করেছিলেন তিনি যা শুনে রীতিমতো অবাক হয়েছিল প্রতিযোগীদের।

   

সেইসময় কঙ্গনা জানান, প্রতিবছরই বাচ্চাদের উপর বিভিন্ন ধরনের নিগ্রহ চলেই আসছে। এমনকি তার নিজের সঙ্গেও নাকি এমনটা হয়েছিল। তখন তিনি খুবই ছোট ছিলেন। তাদের পরিচিত একটা ছেলে ছিল, যে বয়সে একটু বড় ছিল এবং সে তাকে খুব খারাপভাবে স্পর্শ করত। কঙ্কনা বলেন, তখন এইসব বুঝতেন না তিনি। কিন্তু ছেলেটি তখন যৌনতা বুঝতে শিখেছে। তাকে ডেকে জামাকাপড় খুলে নগ্ন হতে বলত ছেলেটি। তারপর কঙ্কনার সারা শরীর পর্যবেক্ষণ করত সে।

কঙ্গনা এদিন মিটু-র কথাও তুলে ধরেন সবার সামনে। তিনি বলেন, “যারা এই মিটু-তে অভিযুক্তের নাম সরাসরি ফাঁস করেছেন তারা আর কাজ পান না। কঙ্গনা বলেন, এই আন্দোলন যারা করেছিলেন আজ সবাই হারিয়ে গেলেন। এমনকি আমি যখন সমর্থন করেছিলাম আমাকেও ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হয়েছিল।”

ওই শো’তে শাইসা সিন্দে নিজের এক অভিজ্ঞতা শেয়ার করেন। তারপরই কঙ্গনা বলিউডের কেচ্ছা ফাঁস করেন। শাইসা বলেন এক ডিজাইনার তাকে বাড়িতে ডেকেছিলেন। এবং তারপর বেডরুমে নিয়ে গিয়ে সঙ্গমে লিপ্ত হন। এই কথা কোনওদিনই কাউকে বলেননি তিনি কারণ ওই ডিজাইনার তার খুবই পছন্দের ছিলেন। এই কাজ আরও অনেকের সঙ্গেই করেছিলেন তিনি, নাম না করে এমনটাই অভিযোগ করেছেন শাইসা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন