বদলা নিতে ১৬ জন সেলিব্রিটিকে জেলে পাঠালেন কঙ্গনা

kangana

বিতর্ক আর কঙ্গনা পাশাপাশি চলে। বলিউড থেকে রাজনীতি সবতেই বিতর্কের শিরোমণি তিনি। ঠিক একারণে অনেকের অপছন্দের লিস্টে প্রধমেই রয়েছে নায়িকার নাম। তাঁদের বিরুদ্ধেই এবার মুখ খুললেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার জেল এমন যেখানে না চলবে ভাইগিড়ি, না বাবার টাকা কাজে লাগবে, তৈরি হয়ে যাও ‘লক-আপ’-এর জন্য। ২৭ তারিখে থেকেই দেখতে পাবেন এই জেলে কী হাল হয় সেলেবদের।”। একই সঙ্গে তাঁকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, ‘এখানে দু’ধরণের মানুষ আছে। কেউ আমায় পছন্দ করে কেউ আমায় ঘৃণা করে। নেপোটিজম থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাকে আঘাত করা? এবার সব বদলা আমি নেব। একজনকেও ছাড়বো না। এই লক-আপে শুধু আমি যা বলবো সেটাই হবে।”

আসলে বিগ-বসের মতো এম-এক্স প্লেয়ারে শুরু হতে চলেছে ‘লক আপ’ রিয়ালিটি শো। এখানে থাকবেন ১৬ জন তারকা। যাদের থাকতে হবে জেলে। এই শো সলমন খানের মতো হোস্ট করবেন কঙ্গনা। এখানে তিনি যা বলবেন তাই হবে। সবার থেকে বদলা নেবেন কঙ্গনা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই শো-এর টিজার। যা পোস্ট করে এমন ড্রামা করছেন ড্রামা কুইন।

   

১৬ তারিখে আসছে পুরো ট্রেলার। ‘লক আপ’ শোতে জেলে যাবেন, ভীর দাস, শেহনাজ গিল, অনুষ্কা সেন। বাকিদের নাম জানা যাবে ১৬ তারিখ।

প্রসঙ্গত, হিজাব বিতর্কে মুখ খুলে আরও একবার বিতর্কে বলিউডের ‘মণিকর্ণিকা’। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে হিজাব প্রসঙ্গে আফগানিস্তানের প্রসঙ্গ টেনে আনলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই ফের বিতর্কে ঢুকে পড়লেন বলিউডের ‘কুইন’। কঙ্গনা লিখলেন, ”যদি সত্য়িই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরখা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।” কঙ্গনা রানাউতের এই মন্তব্য চোখে পড়েছে অভিনেত্রী শাবনা আজমিরও। সোশ্যাল মিডিয়াতেই কঙ্গনার মন্তব্যে প্রশ্নও তোলেন তিনি। শাবানা লিখলেন, ”যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরেপক্ষ দেশ, তাই তো?”

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন