Sreemoyee: কাঞ্চনের দাদা বৌদিকে নিয়ে এ কি বলছেন শ্রীময়ী

Sreemoyee

Sreemoyee: ‘আমাকে ও এবং ওর দাদা-বৌদি কেউই কোনও কাজ করতে দিচ্ছে না। তবে সোমবার ঘরোয়া বৌভাত, খানিক জোর করেই বলেছি, রাতে মাংস রান্না করব ও মটন বিরিয়ানি হবে।’ আদুরে সুরে শ্রীময়ী শ্বশুরবাড়িরর আদুরে স্বভাবের গল্প করে এমনটাই জানিয়েছেন। কালরাত্রি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়িকার দাবি, ‘আমাদের কালরাত্রি ছিল, তবে কথা বন্ধ হয়নি। পাশের ঘরে ভিডিয়ো কলে ক্যামেরা বন্ধ করে কথা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উঠেছি। আমাকে মুগ্ধ হয়ে দেখছে আর কাঞ্চন বলছে, ‘বিয়ের পর তোকে অদ্ভুত সুন্দর লাগছে’।

Advertisements

আর স্বামীর সোহাগের বিষয়ে কথা বলতে গিয়ে নায়িকা বললেন, ‘কাঞ্চন আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, একটু চা-ও বানাতে দিচ্ছে না। বলছে, শুধু বিশ্রাম নাও, আর মুগ্ধ হয়ে দেখছে।’ আসলে কাঞ্চন শ্রীময়ীকে নিজের সবটা দিয়েই ভালোবেসেছেন। বহুবার সাক্ষাৎকারে শ্রীময়ীর প্রশংসা করেছেন। কাঞ্চনের সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রীময়ী তো একবার বলেই বসলেন যে ‘আমি কোনওদিনও প্রেম দিবস পালন করিনি ছোট থেকে। এইবার আমাকে বাগদেবী আশীর্বাদ করেছেন বলে ভালবাসার মানুষটাকে নিজের করে পেয়েছি। আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরুই কাঞ্চনের সঙ্গে। ১০-১২ বছর কাঞ্চনের সঙ্গে মিশে বুঝেছি ও কাউকে পিছন থেকে ছুরি বসাবে না। প্রথমে ভাবিওনি আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ব। লোক বলে-বলে আমাদের প্রেমটা করিয়ে দিয়েছে। তবে আমি কাঞ্চনকে বন্ধু-স্বামী-প্রেমিক হিসেবে পেয়ে ভীষণ ভাগ্যবতী। প্রচুর ডিপ্রেশনে ছিলাম।’

Advertisements

উল্লেখ্য, আগামী ৬ মার্চ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের অনুষ্ঠান হতে চলেছে। এই মুহূর্তে স্ত্রীকেই গোটা সময়টা দিচ্ছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। শুধু ভালোবাসাই নয়। পালন করছেন স্বামীর কর্তব্যও।