আলোর উৎসব দীপাবলির মধ্যে কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) এবং শ্রীময়ী চট্টরাজের (Shrimayi Chattoraj) ঘরে এল নতুন খুশির খবর। তাদের জীবন রঙিন করে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী (Kanchan Shrimayi parents)। দীপাবলির আনন্দে এই নতুন অতিথি তাদের পরিবারকে আরো আনন্দময় করে তুলেছে।
সূত্রের খবর, মা এবং মেয়ে দুজনই সুস্থ আছেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে এই ছোট্ট অতিথির জন্ম হয়েছে। এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে কাঞ্চন (Kanchan Mallik) সোশ্যাল মিডিয়ায় খুশির খবরটি ভাগ করেছেন। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, “আমরা এখন তিন সদস্যের পরিবার।” এর পাশাপাশি তিনি কন্যা সন্তানের নামও ঘোষণা করেছেন—“মেয়ের নাম কৃষভি।”
View this post on Instagram
সদ্য মা হওয়া শ্রীময়ী (Shrimayi Chattoraj) অনুভূতি শেয়ার করে সমাজ মাধ্যমে শেয়ার করে লেখেন, “অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল। ”
প্রসঙ্গত,বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন কাঞ্চন মল্লিক(Kanchan Mallik) । টলিউডের পাশাপাশি বলিউডেও তার অভিনয়ের দক্ষতা উজ্জ্বল। তিনি বলিউডের সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন, পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘নিকষ ছায়া’ সিরিজে খলনায়কের ভূমিকায়ও দারুণ অভিনয় করেছেন। এই দুটি প্রজেক্টেই তিনি দর্শকদের মনে ছক্কা হাঁকিয়েছেন।
এখন, ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করেছেন কাঞ্চন। তাঁর এবং শ্রীময়ীর জীবনে ছোট্ট কৃষভির আগমন একটি বিশেষ আনন্দ নিয়ে এসেছে। সব মিলিয়ে, এখন কৃষভিই তাদের দুনিয়া। এই নতুন অতিথি তাদের সংসারকে আরও আনন্দময় করে তুলেছে।