টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি কাঞ্চন (Kanchan Mullick) ও শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্বের সম্পর্ক। গত বছর ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসেই আইনি বিয়ে করে সকলকে চমকে দিয়ে এই তারকা জুটি। এবছর, ভ্যালেন্টাইনস ডে-তে তাদের প্রথম বিবাহবার্ষিকী (anniversary celebration) সেলিব্রেট করলেন কাঞ্চন ও শ্রীময়ী।
বিয়ের ১ বছর (anniversary celebration) পূর্তি উপলক্ষ্যে বিশেষ পার্টি আয়োজন করেন তারা। এই বিশেষ দিনে কাঞ্চন-শ্রীময়ীকে পার্টি মুডে দেখা যায়। শ্রীময়ী পরেছিলেন লাল রঙের সিল্কের হল্টার-নেক বডিকন গাউন। গলায় মুক্তোর মালা, খোলা চুল এবং হাতে একটি সুন্দর ঘড়ি ছিল। পোশাকের সঙ্গে তার মেকআপও ছিল নিখুঁত। অন্যদিকে, কাঞ্চন পরেছিলেন সাদা শার্ট, ব্লু ব্লেজার এবং টাউজার।
View this post on Instagram
বিবাহবার্ষিকী উদযাপন (anniversary celebration) করতে কাঞ্চন (Kanchan Mullick) ও শ্রীময়ী (Sreemoyee Chattoraj) গোলাপের পাপড়ি দিয়ে সাজানো একটি টেবিলের সামনে কেক কাটেন। পরে শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন কাঞ্চন। আর তারপরেই তিনি প্রকাশ্যেই শ্রীময়ীর ঠোঁটে ঠোঁট রাখেন,যা ক্যামেরায় বন্দি হয়ে যায়।
View this post on Instagram
কাঞ্চন-শ্রীময়ী বরাবরই তাদের ভালোবাসা প্রকাশ্যে দেখানোর পক্ষেই। তাদের সম্পর্কের কোনো লুকোচুরি নেই। তাই সোশ্যাল মিডিয়াতেও তারা নিজেদের সুখী জীবনের ছবি শেয়ার করেছেন বিনা দ্বিধায়। এদিনের সেলিব্রেশন ছবি শ্রীময়ী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে ফুল, আলো এবং বেলুনে সাজানো একটি খাট। হ্যাঁ, ঠিকই ধরেছেন! তারা তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফুলশয্যাও আয়োজন করেন।
গত বছরে ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন কাঞ্চন (Kanchan Mullick) ও শ্রীময়ী (Sreemoyee Chattoraj) । এরপরে ২৫ মার্চ তারা সামাজিক বিয়ে সম্পন্ন করেন। তবে আইনি বিয়ের সাড়ে ৮ মাস পর তাদের প্রথম সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় কৃষভি। বর্তমানে এই ছোট্ট সন্তানের সঙ্গেই তাদের সুখের সংসার ।