Kamalika Banerjee: সম্পর্কের ক্ষেত্রে স্পর্শকাতরতা কী খারাপ! কী বলছেন অভিনেত্রী কমলিকা

Kamalika Banerjee

Kamalika Banerjee: যে সম্পর্কে সম্মান নেই, তার কোনও মূল্য নেই। সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ সবটাই ওই সম্মানের উপরই একান্ত নির্ভর। সম্পর্ক ভালো মানুষ বানায়, সম্পর্ক খারাপ মানুষও বানায়। ঠিক যেমনটা এদিন অভিনেত্রী কমলিকা ব্যানার্জি এক সাক্ষাৎকারে বসে অকপটে বলেছেন, তিনি আরও একটু ভাল মানুষ হয়েছেন বলে মনে হয়। আসলে, সম্পর্কের ক্ষেত্রে খুবই স্পর্শকাতর অভিনেত্রী কমলিকা ব্যানার্জি।

এক আকাশের নীচে ধারাবাহিকে বাড়ির ছোট মেয়ে ছুটকির চরিত্রে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন অভিনেত্রী কমলিকা। সিরিয়াল, টেলিফিল্ম, সিনেমা, ওয়েব সিরিজ়ে মিলিয়ে তিনি আজ মা-কাকিমাদের বেশ পছন্দের শিল্পী। তাঁর প্রেম জীবন নিয়েও মানুষের মনে এখন উৎকণ্ঠার শেষ নেই। সে উত্তর দিয়েছেন এবার তিনিই।

   

এক সাক্ষাৎকারে কমলিকা বলেছিলেন, “আমার বয়ঃসন্ধিতে প্রথম প্রেম আসে জীবনে। সেটা বেশ মধুর। সেটাই আমার অন্তরের মণিকোঠায় এখনও জ্বলজ্বল করছে। সেই প্রেম আমাকে জীবনে ভীষণই ইতিবাচকভাবে গাইড করেছে। যে কোনও কিছুর প্রথমের তো একটা অন্য মাধুর্য থাকে। সেটা খুবই ইনোসেন্ট আর পিওর একটা জায়গা ধারণ করে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল।”

ইন্ডাস্ট্রিতে কমলিকার ভালো বন্ধু কাঞ্চন ও অপরাজিতা। কয়েক বছর আগে কাঞ্চনের সঙ্গে এক শুটিংয়ের সময় কমলিকা বলেছিলেন, কাঞ্চন আমার দীর্ঘ দিনের বন্ধু। যখন কাজ শুরু করেছি ৯৮-৯৯ সালে, তখন থেকেই আমরা খুব বন্ধু। একসঙ্গে নন-ফিকশন করেছি। রবি কিনাগি, রাজা চন্দের ছবিতেও একসঙ্গে অভিনয় করেছি। তাই ওর সঙ্গে আমার রসায়ন খুব ভাল। আমাদের বোঝাপড়া এত ভাল যে, মাখনের মতো মসৃণ শুট হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন