Didi No 1: পথচলা শেষ হয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালের। তাইবলে কি বন্ধুত্বও শেষ হয়ে গিয়েছে অনস্ক্রিন সঙ্গী কমলা ও মানিকের মধ্যে। বাস্তবে কতটা মনের মিল দুজনের। এসবেরই উত্তর মিলতে পারে দিদি নম্বর ওয়ানের মঞ্চে। এদিন মা সোনালীর সঙ্গে সুকৃত, আর বাবার সঙ্গে অয়ন্যার এসেছিলেন Didi No. 1-র মঞ্চে। আর সেখানেই হোস্ট রচনা ব্যানার্জির সামনেই সুকৃৎকে নিয়ে যা বলে বসলেন কমলা ওরফে অয়ন্যা চট্টোপাধ্যায়। শুনে হতবাক হয়ে গেলেন সকলে।
এদিন, দিদি নম্বর ওয়ানের একটি এপিসোড প্রমো শেয়ার করেছে জি বাংলা। সেখানেই নজরে কেড়েছে, সুকৃৎ অয়ন্যার খুনসুটির মেজাজ। অয়ন্যার কাছে রচনা প্রশ্ন রাখলেন, সুকৃতের বিষয়ে কী বলছে সকলে। তা শুনে কমলার উত্তরের আগেও মানিকের জবাব, একটা ভালো ছেলের ব্যাপারে কী আর বলতে পারে। আর তাতেই খুনসুটি চাপে কমলার। হাসি মুখে অয়ন্যার উত্তর, ‘থাক বাদ দাও’। আর অয়ন্যার প্রতিক্রিয়ার ধরন দেখে তখন হাসিও থামাতে পারছিলেন না রচনা।
View this post on Instagram
কাজের ফ্রন্টে, অভিনেতা জিতের মানুষ ছবিতে তাঁর অনস্ক্রিন মেয়ের চরিত্রে সদ্য দেখা গিয়েছে অয়ন্যাকে। ওদিকে সুকৃৎও নিজের নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। বলা বাহুল্য, ছোট বয়সে সংসার, প্রেম, সমাজের তোয়াক্কা না করে বাল্য বিবাহিতা মেয়ের পড়াশোনা মিলিয়ে মিশিয়ে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালে বেশ সুন্দর প্লট সাজিয়েছিলেন নির্মাতারা। তাই মাত্র ৮ মাসেই সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ায় ফ্যানেদের মুখ ভার তো ছিলই। এরই ফাঁকে আরও অনস্ক্রিন মানিক কমলাকে দেখে খুশি সকলেই।