মুম্বই: ফের বিতর্কে বলিউড অভিনেতা তথা স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান, যিনি নেটমাধ্যমে ‘কেআরকে’ (KRK) নামেই বেশি পরিচিত। মুম্বইয়ের আন্ধেরি এলাকায় একটি বহাসম্মত আবাসন লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, গত ১৮ জানুয়ারি আন্ধেরি এলাকায় একটি বহুতল আবাসন লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই আবাসনের দ্বিতীয় তলায় থাকেন লেখক-পরিচালক নীরজ কুমার মিশ্র এবং চতুর্থ তলায় থাকেন মডেল প্রতীক বৈদ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশের কাছে কোনও সূত্র না থাকলেও, তদন্তের পর এই ঘটনার সঙ্গে কেআরকে-র যোগসূত্র খুঁজে পাওয়া যায়।
শুক্রবার রাতে ওশিওয়ারা এলাকায় নিজের স্টুডিও থেকে কামাল রশিদ খানকে আটক করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে।
অদ্ভুত যুক্তি কেআরকে-র Kamal Rashid Khan arrested
জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন কেআরকে। তবে গুলি চালানোর পিছনে যে অদ্ভুত যুক্তি তিনি দিয়েছেন, তাতে তাজ্জব দুঁদে গোয়েন্দারাও। জেরায় তিনি দাবি করেন, তিনি তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি পরিষ্কার করছিলেন। অস্ত্রটি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করার জন্যই তিনি চার রাউন্ড গুলি চালান।
তাঁর দাবি, তিনি লক্ষ্যস্থির করেছিলেন বাড়ির সামনের ম্যানগ্রোভ অরণ্যের দিকে। তিনি ভেবেছিলেন সেখানে গুলি চললে কারও ক্ষতি হবে না। কিন্তু, প্রবল বাতাসের কারণে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের আবাসনে গিয়ে লাগে।
পুলিশের পদক্ষেপ
পুলিশ ইতিমধ্যেই ঘটনার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। কেআরকে জানিয়েছেন, কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। তবে জনবহুল এলাকায় এভাবে গুলি চালানো এবং নিরাপত্তার তোয়াক্কা না করায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। কেন তিনি জনবসতিপূর্ণ এলাকায় এমন কাণ্ড ঘটালেন, তার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
