কাশ্মীরের কিছু পুলিশ দেশ-বিরোধী, শাহকে চিঠি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Amit Shah

অন্যরূপে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ভরা এজলাসে শোনালেন তাঁর কাশ্মীর (Kashmir) সফরের কাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানিয়েছেন, এখনও দেশ বিরোধী মনোভাব পোষণ করে কাশ্মীরের অনেক পুলিশ।

Advertisements

মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সম্প্রতি কাশ্মীরে গিয়ে দ্রাসে একটি সমস্যায় পড়েন তিনি। বিচারপতির কনভয়ে থাকে জেলা জজ কোর্টের কর্মী ও পুলিশ। দ্রাসে গিয়ে দেখেন সেখানে পুলিশ অথবা আধিকারিক নেই।

   

তিনি বলেন, দ্রাস থেকে ২৩ কিলোমিটার দূরে থানায় গিয়ে দেখেন পুলিশ অফিসাররা ঘুমোচ্ছেন। পুরো ঘটনা দেখার জন্য অনুরোধ করলে এসইচও তাঁকে ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখান। এরপর তাঁকে জানানো হয়, প্রটোকল অফিসার পাবেন তিনি। এরপর শ্রীনগর অবধি পৌছাতে পুলিশের সাহায্য চাইলে সোনমার্গ পুলিশ তাঁকে জানায় গাড়ি খারাপ রয়েছে। কিন্তু বিচারপতি নিজে গিয়ে দেখেন থানার সামনে ২৮ টি গাড়ি এবং একটিও খারাপ নয়।

Advertisements

এরপর তিনি দাবি করেন, দ্রাসের পুলিশের দেশ বিরোধী মনোভাব রয়েছে। এমনকি তুরতুক পাকিস্তানের অংশ বলেও এক পুলিশ অফিসার দাবি করে বসেন। এখানেই শেষ নয়। প্রটোকল অফিসের কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।

এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন তিনি। সেখানে লেখেন, ভারত সরকার ভালো কাজ করলেও, কাশ্মীরের কিছু অফিসার দেশ বিরোধী কাজ করছেন।