Jug Jug Jio: সময় বাঁচাতে মেট্রোতে চলছে জুগজুগ জিও

Jug Jug Jio promotion

মেট্রোর মধ্যেই চলছে ছবির প্রমোশন! আগামী ২৪ জুন রিলিজ করবে জুগজুগ জিও (Jug Jug Jio)। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনিল কাপুর, বরুন ধাওয়ান, নিতু কাপুর ও কিয়ারা আডবাণী।

Advertisements

ফ্লিম ইন্ডাস্ট্রিতে কিয়ার ৮ বছর পূর্ণ হওয়ায় আজ তার সেলিব্রেশনে মেতে উঠেছিল গোটা টিম। একইসঙ্গে রয়েছে ছবির প্রমোশন। আজ জুগজুগ জিও টিমকে দেখা গিয়েছিল মুম্বাই মেট্রোতে। প্রচারের সময় বাঁচানোর জন্য মেট্রোতেই চলছিল প্রমোশন। সেই নিয়ে একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।

   

যেখানে দেখা গিয়েছে একটি সিটের মধ্যে বসে রয়েছেন কিয়ারা আডবানি। তিনি বার্গার খাচ্ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বরুণ ধাওয়ান। তার হাতে ছিল আরও একটি বার্গার। উল্টোদিকে দাঁড়িয়েছিলেন অনিল কাপুর। আর তাদের ঘিরে ছিল জনতার স্রোত। এমনকি বরুণকে মুম্বাইয়ের মেট্রো সুবিধার প্রশংসা করতে দেখা গেছে।

Advertisements

রাজ মেহতা পরিচালিত জুগজুগ জিও আগামী ২৪ জুন বড় পর্দায় রিলিজ করতে চলেছে। আর তার জন্যই বিভিন্ন জায়গায় গিয়ে তারই প্রমোশন চালাচ্ছেন সিনেমায় অভিনীত অভিনেতা-অভিনেত্রীরা। যদিও আজকের প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়নি নীতু কাপুর।