Jisshu Sengupta: হাতে ড্রাম স্টিক নিয়ে পুরনো মেজাজে যীশু, ভাইরাল ভিডিও

টলিপাড়ার সুদর্শন অভিনেতাদের মধ্যে অন্যতম যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। একটা সময় বাংলা ধারাবাহিক জগত থেকে উঠে এসেছিলেন তিনি। তবে প্রথম দিকে অভিনেতা হিসেবে স্বীকৃতি মেলেনি, ধীরে ধীরে নিজেকে নিখাদ সোনায় রূপান্তরিত করেছেন অভিনেতা।

Jisshu Sengupta playing drums with a classic flair

টলিপাড়ার সুদর্শন অভিনেতাদের মধ্যে অন্যতম যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। একটা সময় বাংলা ধারাবাহিক জগত থেকে উঠে এসেছিলেন তিনি। তবে প্রথম দিকে অভিনেতা হিসেবে স্বীকৃতি মেলেনি, ধীরে ধীরে নিজেকে নিখাদ সোনায় রূপান্তরিত করেছেন অভিনেতা। বর্তমানে তার ফ্যান দেশ-বিদেশের মাটিতে ছড়িয়ে। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, পাশাপাশি বিভিন্ন অতিথি সিরিজেও দেখা গিয়েছে টলিপাড়ার এই অভিনেতাকে।

যীশু সেনগুপ্ত অভিনীত ‘জাতিস্মর’ কিংবা ‘এক যে ছিল রাজা’র মতো সিনেমা আজও মানুষ মনে দাগ কেটে আছে। শুধু তাই নয়, ব্যোমকেশ চরিত্র তিনি সাবলীলভাবে অভিনয় করে গেছেন। পাশাপাশি পোস্ত সিনেমায় তাঁর অভিনয় আজও আমাদের মনের অন্দরে রয়েছে।

তবে অভিনয় যখন বাদ দিলেও যিশু সেনগুপ্ত বরাবরই সংগীত জগতের সাথে যুক্ত। জানা যায় অভিনয় জগতে আসার আগে তার ছিল একটি বাংলা ব্যান্ড আর সেখানেই ড্রাম বাজাতেন তিনি। যদিও এর আগে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপার মঞ্চে অভিনেতাকে ড্রাম বাদক হিসেবে দেখা গিয়েছে। আর এবার সমাজ মাধ্যমের পাতায় উঠে এলো ঠিক সেরকমই একটি ভিডিও।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Calcutta Times (@calcuttatimes)

বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে আমাদের কাছে কোন কিছুই অধরা নয়। তাই সোশ্যাল মিডিয়া পাতায় নজর রাখলে দেখা যায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পারিবার সেখানেই এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। ক্যালকাটা টাইমস নামের এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ এসেছে। যেখানে দেখা যাচ্ছে ব্ল্যাক হাফ স্লিভ টি-শার্ট পরে অভিনেতা ড্রাম বাজাচ্ছে। সেই সাথে চোখে রয়েছে রূপ চশমা যা অভিনেতার গ্ল্যামারকে আরো বাড়িয়ে তুলেছে স্বাভাবিকভাবে ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।