Jisshu Sengupta: জোড়া বেবির বাবা হিসেবে আত্মপ্রকাশ করলেন যীশু

Jisshu Sengupta

মুক্তি পেল ‘বাবা বেবি ও’ ছবির গান৷  রংমশাল। গানটির সুর দিয়েছেন অমিত-ঈশান।কন্ঠ দিয়েছেন ঈশান মিত্র। গানের কথা লিখেছেন ঋতম সেন।পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার পা রাখলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়।ছবিতে যিশু সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী,গৌরব চট্টোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। ছবির প্রযোজনায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ।ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।একজন বাবা তাঁর দুই যমজ বাচ্চাকে কীভাবে সামলান,সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প।ছবির মুক্তি ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এখনই ছবি মুক্তি হবেনা বলেই জানিয়েছে প্রযোজনা সংস্থা। 

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন