বলিউডে পা রাখার গুঞ্জনে অবশেষে নীরবতা ভাঙলেন যিশু কন্যা সারা

বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন সেনগুপ্ত পরিবার (Sengupta family) ।যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিয়ে ভাঙার খবরে আলোচনায় রয়েছে। যিশু-নীলাঞ্জনার সম্পর্কে টানাপোড়েন তাদের দুই মেয়ে সারা…

"Sara Sengupta, daughter of Jisshu Sengupta, breaks her silence on the rumours about her Bollywood debut. Read on to learn what she has to say about her career plans."

বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন সেনগুপ্ত পরিবার (Sengupta family) ।যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিয়ে ভাঙার খবরে আলোচনায় রয়েছে। যিশু-নীলাঞ্জনার সম্পর্কে টানাপোড়েন তাদের দুই মেয়ে সারা ও জারার নাম উঠে আসছে খবরে। তবে সম্পতি গুঞ্জন উঠেছিল বলিউড ভাইজানের হাতে ধরে বলিউডে পা রাখবেন যিশুকন্যা সারা (sara Sengupta) ।

তবে, এই গুঞ্জনকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন সারা (sara Sengupta) নিজেই। তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়ে দেন, আপাতত তার বলিউডে পা রাখার কোনও পরিকল্পনা নেই।

   

তিনি লেখেন, ‘হাই! আমি এখানে এলাম কিছু জিনিস স্পষ্ট করতে। আমি সম্প্রতি কিছু খবর দেখলাম, যেখানে বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনোদিন এটাই সত্যি হবে। দিনটা ভালো কাটুক।’

বর্তমানে, সারা সেনগুপ্ত (sara Sengupta) ১৯ বছর বয়সে পা দিয়েছেন। সারার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল শিশু অভিনেত্রী হিসেবে। ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় “উমা” সিনেমায় অভিনয় করেছিলেন সারা। সিনেমায় তার সঙ্গে ছিলেন বাবা যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta)। এরপর তিনি আর সিনেমায় কাজ না করলেও মডেলিংয়ের মাধ্যমে নিজের স্থান তৈরি করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Sengupta (@sarasenguptaa)

প্রসঙ্গত,সোশ্যাল মিডিয়াতে সারার (sara Sengupta) জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার ইনস্টাগ্রামে প্রায় ৫০,০০০ ফলোয়ার রয়েছে। তার প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়ে যায়। তার স্টাইল এবং সৌন্দর্য অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে। সারার সামাজিক মিডিয়া উপস্থিতি তাকে তার ক্যারিয়ারে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত কিছু মাস ধরে গুঞ্জন চলছে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও নীলাঞ্জনা (Nilanjanaa Senguptaa) বিচ্ছেদের পথে হাঁটছেন। আইনি পথে বিচ্ছেদ হতে পারে এমন খবরও শোনা যাচ্ছে। জানা গেছে যিশু বর্তমানে তার দিদির সঙ্গে বসবাস করছেন। আর নীলাঞ্জনা দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন।