বিতর্কের মুখে পাল্টি খেলেন জিম সার্ভ, করলেন রণবীর সিংহের ভূয়সী প্রসংশা

কয়েকদিন আগেই জিম সার্ভের (Jim Sarbh) একটি পুরোনো সাক্ষাৎকার ঘিয়ে শুরু হয় বিতর্ক। শনিবার বিতর্কের ইতি টেনে তার সহ অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রশংসা…

কয়েকদিন আগেই জিম সার্ভের (Jim Sarbh) একটি পুরোনো সাক্ষাৎকার ঘিয়ে শুরু হয় বিতর্ক। শনিবার বিতর্কের ইতি টেনে তার সহ অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রশংসা করতে দেখা যায় জিমকে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে অভিনেতা জিম সার্ভকে বলতে শো না যায়, ” আমি আমার চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলাম যে আমাকে কয়েক সপ্তাহ ধরে মানসিক থেরাপি (Mental Health Therapy) নিতে হয়েছিল’। চুপ করো ভাই, তোমার তো নিজের সংলাপও মনে থাকতো না। “

নেটিজেনদের অনুমান এই মন্তব্যটি জিম (Jim Sarbh) তার সহ-অভিনেতা রণবীর সিংকে (Ranveer Singh) উদ্দেশ্য করে বলেছিলেন। এই দুই অভিনেতা সঞ্জয় লীলা বানসালি (Sanjay Leela Bhansali) পরিচালিত ‘পদ্মাবত’ (Padmaavat) সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খলজির (Alauddin Khalji) চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং এবং মালিক কাফুরের (Malik Kafur) চরিত্রে ছিলেন জিম সার্ভ।

   

প্রসঙ্গত,রণবীর সিং (Ranveer Singh) জানিয়েছিলেন যে তার চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করেছিলেন তিনি। তিনি নিজেও মানসিক থেরাপি নিয়েছিলেন বলে জানান অভিনেতা। নেটিজেনদের অনুমান তার এই মন্তব্যের জন্যই হয়ত তার সমালোচনা করেন জিম।

এই জল্পনারই ইতি টানেন জিম (Jim Sarbh)। শনিবার তার ইন্সট্যাগারমের পোস্টে জিম লেখেন, ” সাধারণত অনুমানমূলক ভিডিও এবং প্রবন্ধগুলি পড়ে আমি কোনও মন্তব্য করি না, কারণ সেগুলি অত্যন্ত বিরক্তিকর। ইতিমধ্যে সাংবাদিকদের তরফ থেকে আমাকে একেকজন ‘সমালোকচক’ এর আখ্যা দেওয়া হয়েছে। আমি বলতে চায় আমি কিন্তু করার নাম করিনি, রণবীর সিংয়েরও (Ranveer Singh) নয়।”

আবার শিরোনামে আমির-পুত্রের ‘মহারাজ’ ছবি, এবার বিস্ফোরক ছবির নায়িকা

জিম তাঁর পোস্টে আরও লিখেছেন,” আমি স্পষ্ট বলতে চাই যে আপনারা যা বলছেন বা অনুমান করছেন এটা অযৌক্তিক। যে ভিডিওটি ছড়িয়েছে সেটি ‘মেড ইন হেভেন’ (Made in Heaven) এর দ্বিতীয় সিজেনের (Season 2) প্রচারের সময়। এই সিরিজটি ‘পদ্মাবত’ মুক্তির প্রায় ৫ বছর পর তৈরী হয়। ৫ বছর পর রণবীর সিংকে একজন সহ-অভিনেতা হিসেবে তার প্রশংসা ছাড়া আর কিছুই বলার থাকে না। আমি এখনও তার প্রশংসাই করি। “

জিম তাঁর পোস্টে যোগ করেছেন, “এছাড়াও আমি বলতে চাই যে আমি কারোর অভিনয় প্রক্রিয়ার ওপর কোনও মন্তব্য করিনি। আমি অভিনয় করা পছন্দ করি এবং আমি সহ অভিনেতাদের সঙ্গে সময়ও কাটাই। মন্তব্যটা তাদের উদ্দেশ্যে করেছিলাম যারা অভিনয়ের প্রক্রিয়াকে অতিরঞ্জিত করে। এরা অনেকেই কাজ করেন কম, কাজের কথা বলেন বেশি। “