jeh birthday pic: জেহ-এর জন্মদিনে ৪ ভাইবোনের সেলিব্রেশনের মুহূর্ত দেখুন

সময় যেন চোখের নিমেশে চলে যায়। এ তো সেদিনের কথা করিনার কোল জুরে এসেছিল জে। দেখতে না দেখতে এক বছর হয়েও গেল। এক বছরে পা…

jeh birthday pic

short-samachar

সময় যেন চোখের নিমেশে চলে যায়। এ তো সেদিনের কথা করিনার কোল জুরে এসেছিল জে। দেখতে না দেখতে এক বছর হয়েও গেল। এক বছরে পা দিল জে ওরফে জহাঙ্গির আলি খান। সোমবার সইফ আলি খান এবং করিনার একরত্তির জন্মদিন পালন করল তাঁদের পরিবার।

   

প্রথম জন্মদিনে ছেলেকে নিয়ে নিজের বাবা রণধীর কপূরের সঙ্গে দেখা করতে গেলেন করিনা। সঙ্গ নিয়েছিলেন করিশ্মা কপূর। তা ছাড়া সোমবার সকালে দুই ছেলের মজাদার ছবি ও পোস্ট করেছেন করিনা। হামাগুড়ি দিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তৈমুর-জে। তাঁর দ্বিতীয় সন্তানের বয়ানে করিনা লিখেছেন, ‘ভাই, দাঁড়াও। আমি আজ এক বছরে পা দিয়েছি। গোটা দুনিয়াটা একসঙ্গে দেখি চলো। আম্মা (মা) অবশ্য আমাদের পিছনে পিছনে আসবেই।’

সোহা আলি খান সোমবার তাঁর ভাইপোর একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, রঙিন মাদুরের উপরে হাঁটুতে ভর দিয়ে নাচ করছে একরত্তি। তার পরে ক্যামেরার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকায় সে। যেন কিছু বলতে চাইল জে।

তাছাড়া চার ছেলে-মেয়েকে নিয়ে ফটোশ্যুট করেন সইফ আলি খান।