Jeetu Kamal: নবনীতার সঙ্গে ডিভোর্স দিয়েই ফের বিয়েতে জিতু! বললেন, ‘আমার সঙ্গীর নিরাপত্তার কথা….’

Jeetu Kamal

Jeetu Kamal: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জিতু কামাল। ডিভোর্স হতে না হতেই নিজের নতুন ভালোবাসার মানুষকে খুঁজে পেয়ে গিয়েছেন অভিনেতা। যদিও এই ভালোবাসার মানুষটি কে, সে কথা জানাননি তিনি। তবে অনুমান করা যায় যে নিশ্চিত ইন্ডাস্ট্রির কেউ হবেন। এ প্রসঙ্গে জিতু এদিন ইনস্টাগ্রামে বললেন, ‘আপনারা আমাকে অনেকদিন ধরেই এটা নিয়ে প্রশ্ন করছেন। তাই ভাবলাম জবাবটা দিয়েই দেই। প্রথমত, আমি আমার সম্পর্ক লোকাচ্ছি না। দ্বিতীয়ত আমার সম্পর্ক কারও মাথা ব্যথার কারণ হতে পারে না। তৃতীয়ত আমাকে আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন করতে হচ্ছে।’

তা কবে এনগেজমেন্ট করবেন জিতু? প্রশ্নের উত্তর দিতে গিয়ে সগর্বে অভিনেতা জানিয়েছেন, ‘হ্যাঁ কাছের বন্ধু ও পরিবারের কাছে গিয়েছে নিমন্ত্রণপত্র। আমার এনগেজমেন্ট ২৫ মার্চ। এটা হঠাৎ করেই ঠিক হয়েছে। আমার পরিবার আসলে এতে খুশি, আর আমি নিজেও!’ এদিকে সবে মাত্র কয়েক মাস হল ডিভোর্স হয়েছে। এরই মধ্যে এত তাড়াতাড়ি নিজের কাছের মানুষকে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেললেন। তবে কি নবনিতার সঙ্গে থাকাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্কেই জড়িয়ে পড়েছিলেন নায়িক!

   

সে উত্তর দিলেন। আসলে এদিন এই সমস্ত এনগেজমেন্টের কথা সম্পূর্ণটাই একটি কার্ডের মাধ্যমে পোস্ট করেছিলেন। যেটি ছিল সম্পূর্ণ ভুয়ো। এপ্রিল আসার আগেই অভিনেতা এপ্রিল ফুল বানিয়েছেন ফ্যানেদের। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম (একঘেয়ে লাগছিল)’ (Jeetu Kamal)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন