পরস্পরকে আগলে রাখবেন জিতু-নবনীতা

স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আস্তেই অভিনেতা জিতু কমলের পোস্ট। অভিমান ভাঙিয়ে ‘বাচ্চা বউ’ কে ভালোবাসায় আগলে রাখার বার্তা দিলেন জিতু। ফেসবুকে লিখলেন, “তোমায় শুরুতেও…

পরস্পরকে আগলে রাখবেন জিতু-নবনীতা

স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আস্তেই অভিনেতা জিতু কমলের পোস্ট। অভিমান ভাঙিয়ে ‘বাচ্চা বউ’ কে ভালোবাসায় আগলে রাখার বার্তা দিলেন জিতু। ফেসবুকে লিখলেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো.. আগামীতে তাই করবো ….বাচ্চা বউ”

বৃহস্পতিবার সকাল থেকেই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। আলাদা হতে চলেছেন টলিউডের পাওয়ার কাপল জিতু কমল এবং নবনীতা দাস। এবার বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন জিতু-নবনীতা বলেই খবর রটে। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকেন বলেই কাঁনাঘুঁসো শোনা যাচ্ছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ালাদা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী।

ফেসবুকে নবনীতা লেখেন, “টেবিলে আর দু’টো করে প্লেট থাকবে না… একজনের জন্য বানানো গ্রিন টি আর দু’জনে মিলে ভাগ করে খাওয়া হবেনা… টাওয়েল শেয়ার হবে না, সান স্ক্রিন ভাগাভাগি হবে না…. কিছুই আর একসঙ্গে হবে না…”

নবনীতা আরও লেখেন, “তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছ, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছ… লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিল.. তাও নিজে একটু চেষ্টা করলাম।“

Advertisements

আক্ষেপ করে নবনীতা লেখেন, “তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দু’জন দু’জনের সঙ্গে ভাল নেই… প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এইভাবেই হোক…ভাল থাকো জিতু কমল।“

হঠাৎ করে বিবাহ-বিচ্ছেদের ঘোষণায় মর্মাহত তাঁদের ভক্তকূল।