HomeEntertainmentJaya Bachchan: সত্যজিৎ রায়ের ওপরে এখনও রেগে আছেন জয়া বচ্চন, কিন্তু কেন!

Jaya Bachchan: সত্যজিৎ রায়ের ওপরে এখনও রেগে আছেন জয়া বচ্চন, কিন্তু কেন!

- Advertisement -

ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি হলেন সত্যজিৎ রায়। শুধু বাংলা নয়, পাশাপাশি গোটা দেশের চলচ্চিত্র সমাজ তাকে একইভাবে রাজা সিংহাসনে বসিয়ে রেখেছে। তার কারণ অবশ্য পরিচালকের অমর সৃষ্টি পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন পথের পাঁচালী সিনেমার মাধ্যমে যা পড়ে জায়গা করে নিয়েছে বিদেশের মাটিতেও।

বিদেশি সিনেমা দেখতে পছন্দ করতেন প্রথম থেকে আর সেখান থেকেই নিয়েছিলেন শিক্ষা। যা তাঁকে পরবর্তীকালে বিশ্বসেরা পরিচালক হিসেবে খ্যাতি পেতে সাহায্য করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, একাধারে পরিচালক অন্যদিকে সংগীত শিল্পী এমনকি সুরকার সবমিলিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের মহীরুহ তিনি। আর গতকাল ছিল তার ১০২তম জন্মবার্ষিকী।

   

সেই উপলক্ষে চলচ্চিত্র প্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে গতকাল নন্দনে সত্যজিৎ রায়ের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী জয়া বচ্চন, আর সেখানে এসেই একরাশ অভিমান তিনি। দেবী এবং সত্রাঞ্জ কি খিলাড়ি সিনেমায় পাঠ করার ইচ্ছে ছিল তার তবে সেটা অবশ্য ইচ্ছেই থেকে গিয়েছে। কারণ কোনদিনই মানিকবাবু অভিনেত্রীকে তার সিনেমায় জায়গা দেননি।

আর এই নিয়েই এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী। ভিডিও সত্যজিৎ রায়ের ছেলে অর্থাৎ পরিচালক সন্দীপ রায় বলেন, ‘তার ইচ্ছের কথা তিনি বাবাকে বলেছেন কিনা আমি জানিনা। তবে তিনি স্পষ্ট বক্তা তার কথা শুনে আমার ভালো লাগলো’। তবে সন্দীপ রায় তাকে নিজের ছবিতে সুযোগ দেবেন কিনা সেটা অবশ্য এখনো জানা যায়নি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular