Jaya Ahsan: দশে ১০ ‘দশম অবতার’, বক্সঅফিস কাঁপাচ্ছেন জয়া

পুজো শেষ হলেও পুজোর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা কম হয়নি। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’ এবার বক্স অফিস দাঁপিয়ে বেড়াচ্ছে।…

Jaya Ahsan: দশে ১০ 'দশম অবতার', বক্সঅফিস কাঁপাচ্ছেন জয়া

পুজো শেষ হলেও পুজোর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা কম হয়নি। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’ এবার বক্স অফিস দাঁপিয়ে বেড়াচ্ছে। মুক্তির ৭ দিনের মাথাতেই সিনেমাটি আয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমাটি মুক্তি পায় গত ১৯ অক্টোবর। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সিনেমাটি ঘিরে। তবে প্রশংসা ও সমালোচনা এ দুই মিলেই বক্স অফিসে এগিয়ে যাচ্ছে এই সিনেমাটি।

এসভিএফ এন্টারটেনমেন্টে ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছে। ‘দশম অবতার’ সিনেমাটি প্রসঙ্গে এসভিএফ লিখেছে, দশে দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি টাকা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৫ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।

Advertisements

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমাটিতে দর্শকদের বিশেষ নজরে পড়েছেন জয়া। অভিনয়ের দক্ষতা দিয়ে ভক্তদের মেনে পাকাপোক্তভাবেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’-র মিশেলে তৈরি ‘দশম অবতার’ সিনেমাটি পুরোদস্তুর থ্রিলার ঘরানার একটি সিনেমা। জয়া আহসানের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তের মতো তারকারা।