Jaya Ahsan: টলিউডে প্রেম কম, অভিযোগ জয়ার

Jaya Bachchan

Jaya Ahsan: ‘অতিমারির পর তো এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। স্বাধীন ছবিও তৈরি হচ্ছে। কিন্তু একসঙ্গে আরও ভাল ছবি প্রয়োজন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরও একটা জিনিস, দর্শককে আমরা ইন্ডাস্ট্রির লোকেরা একটু ‘বোকা’ ভাবি। সেটা ঠিক নয়।’ সম্প্রতি কলকাতায় একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জয়া আহসান।

Advertisements

এরপরেই তিনি বলেন টলিউডে প্রেমের ছবি কম। কিন্তু কেন? নায়িকার কথায়, ‘বাংলাদেশে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং চরিত্র পাই। সেখানে খারাপ ছবিও রয়েছে। কিন্তু আমার দেশের ছবিতে প্রেমটা প্রচণ্ড বেশি থাকে। টলিউডে সেটা একটু কম মনে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক ভাল কাজ এখানে হচ্ছে। টলিউডে নতুনদের সঙ্গেও কাজ করতে চাই। সিনিয়ররা যেন আরও ডায়নামিক চরিত্রে আমাকে ভাবেন, সেটাই চাই। আসলে ভাল চরিত্র নয়, আমি ভাল ছবির অংশ হতে চাই।’

বলিউডে পা রেখেছেন কিছুদিন হল, তা কেমন অভিজ্ঞতা জয়ার। এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘এটা তো বলিউডের মূল ধারার ছবি ছিল না। অন্য ধারার ছবি। সেটা মাথায় রেখেই বলছি, আমি খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। মুম্বইয়ের অনেকেই আমার চরিত্রটা নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। আমার ভাল লেগেছে। অভিনেতা তো সব সময়েই তাঁর পরিধি বিস্তার করতে চান। কিন্তু মানুষ হয়তো তাঁর শ্রেষ্ঠ কাজটা নিজের ভাষাতেই করেন।’

Advertisements

প্রসঙ্গত, শীঘ্রই রিলিজ করতে চলেছে জয়া আহসানের নতুন ছবি ভুতপরি। এই নিয়ে দ্বিতীয়বার টলিউডের ভুতের ছবিতে কাজ করবেন নায়িকা। এর আগে নিজের প্রযোজনায় দেবী ছবিতে অভিনয় করেন জয়া আহসান।