ওপার বাংলা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জয়া আহসান (Jaya Ahsan)। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সাথে যুক্ত। ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’র মতো সিনেমা দেখলেই তাঁর অভিনয় আজও মানুষকে নাড়া দেয়।
তবে অভিনয়ের পাশাপাশি সমানভাবে মডেলিং এর জগতে তাঁর বিচরণ। বয়সের হিসাবে ৫০এর কাছাকাছি পৌঁছালেও তাঁকে দেখে বোঝার উপায় নেই কোনো ভাবেই। তাঁর যৌবন যেনো এখনও ঠিকড়ে বেরোচ্ছে। আর স্বাভাবিক ভাবেই যে অভিনেত্রীর ভক্ত সংখ্যা কম নয় তা আর নতুন করে বলার কিছু নেই। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তাঁর খ্যাতি আকাশ ছোঁয়া।
তাঁর অভিনয় যেমন সকলের কাছেই গ্রহণযোগ্য ঠিক তেমনই অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে সকলের কাছেই। আট থেকে আশি সকলেই তাঁর অভিনয় দক্ষতার ভক্ত। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সমাজ মাধ্যমেও একইভাবে দক্ষ। সেটা অবশ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। মাঝেমধ্যেই তিনি তাঁর বিভিন্ন ছবি ভক্তদের সাথে শেয়ার করে নেন।
সম্প্রতি ঠিক সেরকমই কিছু ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে এক সুন্দর শাড়ি আর স্লিভ লেস ব্লাউজ। অন্যদিকে খোলা চুলে মুচকি হাসি অভিনেত্রীর সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলেছে। প্রসঙ্গত, ঈদের শুভেচ্ছা বার্তা জানাতেই তিনি তাঁর ভক্তদের সাথে ছবিটি শেয়ার করে নিয়েছেন।