Jawan : ২৪ ঘন্টায় সানির মুকুট কেড়ে নিলেন কিং খান !

একেই বলে বুড়ো হাড়ে ভেলকি দেখানো! ২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে হিন্দির ছবির…

একেই বলে বুড়ো হাড়ে ভেলকি দেখানো! ২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে হিন্দির ছবির তালিকায় এক নম্বরে জায়গা করেছিল ‘পাঠান’, বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেন সানি দেওলের ‘গদর ২’।তবে ২৪ ঘন্টার বেশি সেই রেকর্ড ধরে রাখতে পারলেন না সানি। শুক্রবারই কিং খানের অপর ছবি ‘জওয়ান’ উঠে এল এক নম্বরে। গদর ২-এর ৫২৪.৭৫ কোটির আয়কে ছাপিয়ে গিয়েছে ‘জওয়ান’। অর্থাৎ সবচেয়ে বেশি আয়ের নিরিখে থাকা হিন্দি ছবির তালিকায় প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। জওয়ান মুক্তির ২২তম দিনেই ছাপিয়ে গেল সানি দেওয়ালের গদর ২-এর আয়কে।

Advertisements

এই মুহূর্তে দেশের বক্স অফিসে জওয়ানের মোট আয় আয় ৫৮১.৪৩ কোটি টাকা। পাঠান ৫০০ কোটির ক্লাবে ঢুকতে সময় নিয়েছে ২৮দিন। সেখানে মাত্র ২৪ দিনেই ৫০০ কোটির ঘরে ঢুকে পড়ে গদর ২। অন্যদিকে জওয়ান দু-দিন কম সময় নিয়েই ছাপিয়ে গেল গদর ২-কে।দেশের বক্স অফিসে ৬০০ কোটির গণ্ডি পার করা এখন মাত্র সময়ের অপেক্ষা। বলিউডে এই সাফল্য আবার প্রমান করে দিচ্ছে যে নব্বইয়ের দশকের তারকারাই আজও বলিউড শাসন করছে।