Jawan : ফাঁস হয়েছে জওয়ানের ভিডিয়ো ক্লিপিং, আদালতে প্রযোজনা সংস্থা

কিং খানের আসন্ন ছবি (Jawan) ‘জওয়ান’-এর জন্য দিন গুনছেন তাঁর ভক্তরা। ‘জওয়ান’ রূপে দর্শকের সামনে ফিরতে চলেছেন বাদশা। ছবির টিজার-ট্রেলার মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে শ্যুটিং সেট থেকে তোলা কিছু ভিডিয়ো ক্লিপিং।

‘জওয়ান’ ছবির সেই সব ফাঁস হওয়া দৃশ্য নিমেশে ছড়িয়েছে ফেসবুক, টুইটারের মাধ্যমে। এই ঘটনায় পদক্ষেপ নিয়েছে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিল ছবির নির্মাতারা। মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে হবে ‘জওয়ান’-এর ফাঁস হওয়া সব দৃশ্য।

   

এই মামলায় বিচারপতি ছিলেন সি হরি শঙ্কর প্রসাদ। ছবির যে কোনও বেআইনি কনটেন্ট কোনও ওয়েবসাইটে তুলে ধরা হলে তা সঙ্গে সঙ্গে ব্লক করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সি হরি শঙ্কর।

‘জওয়ান’ ছবির দুটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ায় আদালতের দ্বারস্থ হয় রেড চিলিস। একটি ভিডিয়োয় শাহরুখের একটি অ্যাকশন দৃশ্য উঠে এসেছিল, অন্যটিতে ছবির নায়িকা নয়নতারার সঙ্গে একটি রোম্যান্টিক নাচের দৃশ্য।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে ‘জওয়ান’। ছবিতে ডবল রোলে থাকছেন কিং। শাহরুখের ফার্স্ট লুকেই ফিল্ম নিয়ে উত্তেজনা তৈরী হয়েছে। ‘জওয়ান’ মুক্তির তারিখ ২ জুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন