Rakhi Sawant: শরীরজুড়ে এলইডি লাইটে নিজেকে মুড়ে ভাইরাল আইটেম গার্ল

রাত পোহালেই ভারতবর্ষের প্রতি ঘরে ঘরে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। টলি থেকে বলিসহ সাধারণ মানুষ এখন ব্যস্ত দীপাবলির প্রস্তুতিতে। আর এই দীপাবলি প্রাক্কালে সমালোচনার…

Rakhi Sawant

short-samachar

রাত পোহালেই ভারতবর্ষের প্রতি ঘরে ঘরে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। টলি থেকে বলিসহ সাধারণ মানুষ এখন ব্যস্ত দীপাবলির প্রস্তুতিতে। আর এই দীপাবলি প্রাক্কালে সমালোচনার অন্যতম রানী বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।

   

রাখি সাওয়ান্তকে নিয়ে প্রায় দিনই নানা ধরনের সমালোচনা হতে দেখা যায় নেট পাড়ায়। এই নৃত্যশিল্পী তার ব্যক্তিগত জীবনের জন্য বারংবার নানারকম সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এমনকি অভিনেত্রীর পোশাক নিয়েও কম কথার ঝড় ওঠেনি দর্শকদের মাঝে। বর্তমানে অভিনেত্রী আদিল খান ধুরানির সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

ইতিমধ্যেই, অভিনেত্রীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। ভিডিওতে অভিনেত্রী কে দেখতে পাওয়া যাচ্ছে তার সাড়া শরীরে এলইডি লাইট জড়িয়ে বলছে, “মে দিওয়ালি কি তৈআরি কর রেহি হু ভাই” এবং অভিনেত্রী সামনে থাকা ক্যামেরাম্যানদের দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অভিনেত্রী যতই সমালোচনায় থাকুক না কেন এই ভিডিওটি দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে।