কম বয়সী পুরুষদের মনে ঢেউ তোলা অভিনেত্রী এখন সমুদ্র সৈকতের বুকে। আইটেম গার্ল নোরা ফাতেহি (Nora Fatehi) এখন রয়েছে ছুটি কাটানোর মুডে। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী বর্তমানে তার বন্ধুদের সাথে রয়েছেন পূর্ব আফ্রিকার মাউরিটিআসে।
অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সদ্য পোস্ট করা একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, নোরা তার দুই বন্ধুর সাথে সমুদ্র সৈকতের বুকে একটি গানে নাচ করছেন। আবার কখনো দেখতে পাওয়া যাচ্ছে তাকে সমুদ্রে থাকা বোটের বুকে সঙ্গে রয়েছে তার বন্ধু।
অভিনেত্রীর ভিডিও কিংবা ফটো দুই জায়গাতেই নোরার পরনে রয়েছে বিকিনি স্টাইল টিউট টপ সঙ্গে জিন্স হট প্যান্ট। এই পোশাকে নোরা ছবি ও ভিডিও পোস্ট করে কম বয়সী যুবকদের মনে শুধু ঢেউ তুলেননি, এমনকি মজার ছলে বলা যেতে পারে অভিনেত্রী ঢেউ তুলেছে স্বয়ং সমুদ্রের বুকেও।
https://www.instagram.com/p/Cj2SRGwSWSI/?utm_source=ig_web_copy_link
বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যংক গড’ নামক একটি সিনেমায় নোরা ‘মানিকে’ গানে নাচ করেছেন। এই সিনেমাটির মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৫ তারিখে। ইতিমধ্যেই গানের ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।
বর্তমানে অভিনেত্রীকে কালার্স টিভির একটি জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ ঝালাক দিখলা যা’তে বিচারকের আসন গ্রহণ করে রয়েছেন। অভিনেত্রী instagram থেকে আপলোড করা ভিডিওটি লাইক পেরিয়েছে ১৫ লক্ষের বেশি এবং ফটোটি লাইক পেরিয়েছে ২৫ লক্ষেরও বেশি।