গোরুর গ্যাসে দূষণ ছড়াচ্ছে দিতে হবে কর

গোরু (Cow) নিয়ে তোলপাড় দুনিয়া। নিরীহ গোরু থেকে দূষণের মাত্রা বাড়ছে। গবেষণায় উঠে এসেছে, গোরুর গ্যাস ও জাবর কাটার সময় ঢেকুর তুললে মিথেন নির্গত হয়।…

গোরু (Cow) নিয়ে তোলপাড় দুনিয়া। নিরীহ গোরু থেকে দূষণের মাত্রা বাড়ছে। গবেষণায় উঠে এসেছে, গোরুর গ্যাস ও জাবর কাটার সময় ঢেকুর তুললে মিথেন নির্গত হয়। কোনও খাটাল বা গোশালা এলাকায় এই মিথেনের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে দূষণ (Pollution) ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার গোরু পালনকারীদের জন্য কর দিতে হবে।

ডয়েচভেল সংবাদ মাধ্যম জানাচ্ছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে গোরুর গ্যাস নিঃসরণ ও ঢেকুর তোলার জন্য ২০২৫ সাল থেকে কৃষককে কর দিতে ফরমান জারি করেছে নিউজিল্যান্ড সরকার৷ আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন এই করের ধাক্কায় বহু কৃষক তাঁদের কাজ থেকে সরে যাবেন। কৃষি ও গোরু পরস্পর সংযুক্ত।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিবিসির খবর, বিশ্বের প্রথম দেশ হিসেবে পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাসের প্রভাব কমাতে গোরুর উপর কর বসানোর পরিকল্পনা নিয়েছে নিউজিল্যান্ড।

রয়টার্সের খবর, ৫০ লক্ষ মানুষের দেশ নিউজিল্যান্ড। এ দেশে গোরুর সংখ্যা ১ কোটি আর ভেড়ার সংখ্যা ২ কোটি ৬০ লাখ। গবাদি পশু থেকে নির্গত মোট গ্রিন হাউস গ্যাসের প্রায় অর্ধেক মিথেন। এই দূষণ রুখতে কর বসাচ্ছে নিউজিল্যান্ড সরকার।

গবেষকরা বলছেন, কার্বন ডাই অক্সাইডের পর মিথেন দ্বিতীয় সর্বাধিক সাধারণ গ্রিনহাউস গ্যাস। নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ বলেছেন, আমাদের বায়ুমণ্ডলে যে পরিমাণ মিথেন ফেলছি তা কমাতে হবে। এর জন্য গোরু পালনের উপর কর আরোপ করা হবে।

গোরুর উপর কর মানতে নারাজ দেশটির কৃষকরা। বাড়ছে ক্ষোভ। চাপে পড়ে নিউজিল্যান্ড পরিবেশ মন্ত্রক জানিয়েছে, কর বাবদ টাকা থেকে কৃষকদের স্বার্থে গবেষণা, উন্নয়ন পরিষেবাগুলিতে বিনিয়োগ করা হবে।