একাকিত্বে বুজিছেন ঋতাভরী? অভিনেত্রী বললেন…

দুর্গা পুজো উপলক্ষে মুক্তি পাচ্ছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অভিনীত ‘বহুরূপী’ চলচ্চিত্র। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’র (Brahma Janen Gopon Kommoti) পর, আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad…

Ritabhari as Pari

দুর্গা পুজো উপলক্ষে মুক্তি পাচ্ছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অভিনীত ‘বহুরূপী’ চলচ্চিত্র। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’র (Brahma Janen Gopon Kommoti) পর, আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনায় ফিরছেন ঋতাভরী। শনিবার ‘বহুরূপী’ (Bohurupi) চলচ্চিত্র থেকে তাঁর অভিনীত চরিত্র পরীর লুক প্রকাশ করেছেন অভিনেত্রী। এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা, হয়ত এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা, হয়তো একাকিত্বে ভুগছেন ঋতাভরী।

ছবিগুলিতে নীল শাড়ি এবং সাদা ব্লউসে পড়তে দেখা যাচ্ছে ঋতাভরীকে (Ritabhari Chakraborty)। ছবিগুলি দেখে মনে হচ্ছে পরী আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত সুমন্তর স্ত্রী। তবে পেশায় তিনি গৃহবধূ। তাই কখনও ছবিগুলিতে তাঁকে সন্ধে দিতে দেখা যাচ্ছে আবার কখনও খড় মাথায় করে কাজ করছেন তিনি। ঋতাভরী জানিয়েছেন যে তাঁর অভিনীত দুটি চরিত্র ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’র (Brahma Janen Gopon Kommoti) ফুল্লরা ভাদুড়ী ও ‘বহুরূপী’র পরী দুজনেই আলাদা ভাবে সমাজের সঙ্গে লড়ছে তবে তাঁদের লড়াই আলাদা।

একাকিত্বে বুজিছেন ঋতাভরী? অভিনেত্রী বললেন...

ঋতাভরীর মতে পরী তাঁর অভিনীত চরিত্রগুলির মধ্যে ‘সবচেয়ে মানবিক ও কঠিন চরিত্র’। ঋতাভরী পোস্টে জানিয়েছেন যে পরী চায় তাঁর স্বামী ‘বাবি’ ওরফে সুমন্তের সঙ্গে সময় কাটাতে, তাঁর স্পর্শ পেতে, কিন্তু স্বামী ব্যস্ত পুলিশ অফিসার হওয়ায় সময় কাটানো হয় না তাঁদের। অভিনেত্রী জানিয়েছেন একমাত্র সুমন্তই বোঝেন পরীকে। তবে স্বামীকে না পেয়ে, যন্ত্রনায় রয়েছেন পরী। অভিনেত্রীর মতে এই ধরণের যন্ত্রনা সহ্য করা একাকিত্বের থেকেও কঠিন।

একাকিত্ব সম্পর্কে, তাঁর পোস্টে অভিনেত্রী লেখেন, “একাকীত্ব বড় কঠিন জিনিস।সম্পূর্ণ একা হওয়ার থেকেও কষ্টকর যখন তোমার ভালোবাসার মানুষ আছে কিন্তু তাকে তুমি কাছে পাওনা। কিন্তু বুক ফেটে গেলেও তাকেই চাও। চাও তার স্পর্শ তার আলিঙ্গন। সে সামনে অথচ সে অধরা- এ বড় যন্ত্রণার…পরী আলাদা। সে নিজের সাথে লড়ছে। তার “বাবি” পুলিস। সে তার হয়েও তার নয়।আমার আজ অবধি ফুটিয়ে তোলা সব থেকে মানবিক ও কঠিন চরিত্র। “

Advertisements

সর্বশেষে অভিনেত্রী লিখেছেন যে এই চরিত্রের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে মিশে গেছেন। এর কারণ হিসেবে অভিনেত্রী বলেছেন তিনিও ব্যক্তিগত জীবনে আঘাত পেয়েছেন এবং তাঁকেও নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে। এর পর তিনি সবাইকে সুমন্ত ও পরীর কাহিনী সম্পর্কে জানতে বড় পর্দায় ‘বহুরূপী’ দেখতে অনুরোধ জানান।

Anant Ambani: অনন্ত আম্বানির বিয়েতে কী উপহার পেলেন ভিআইপি অতিথিরা?

দুর্গা পুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় -শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত থ্রিলার ‘বহুরূপী’। এই ছবিতে অভিনয় করছেন ঋতাভরী। গত বছর ‘ফাটাফাটি’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া পাপুয়া নিউ গিনি এবং ভারতের স্টেকহোল্ডারদের মধ্যে যৌথ প্রযোজনায় তাঁর প্রথম আন্তর্জাতিক ছবি ‘পাপা বুকা’তে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।