‘দ্য কাশ্মীর ফাইলস’ বনাম ‘গুজরাট ফাইলস’, তীব্র দ্বন্দ্বে অস্বস্তি বাড়ছে মোদীর

‘দ্য কাশ্মীর ফাইলস’ এর সাফল্যের পর অনেকের দাবি এবার তৈরি হোক ‘গুজরাট ফাইলস’। গুজরাটের গোষ্ঠী সংঘর্ষের কথা এবার উঠে আসুক বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে। এমন…

‘দ্য কাশ্মীর ফাইলস’ এর সাফল্যের পর অনেকের দাবি এবার তৈরি হোক ‘গুজরাট ফাইলস’। গুজরাটের গোষ্ঠী সংঘর্ষের কথা এবার উঠে আসুক বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে। এমন দাবির পিছনে যতটা সত্য তুলে ধরার ইচ্ছা আছে, ততটাই প্রকট রাজনীতির মারপ্যাঁচ। কারণ অনেকে মনে করছেন কাশ্মীরি পণ্ডিতদের গল্প হিন্দুদের, বরং বলা ভালো মোদীর সমর্থনে তৈরি হয়েছে। আর এমন ভাবার পিছনেও বিজেপি অনেকাংশেই দায়ী। কারণ অনেক বিজেপি শাসিত রাজ্য এই ছবিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। ফলে গুজরাট ফাইলস তৈরির দাবি জোরদার হচ্ছে।

যুক্তিবাদীরা বলছেন, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা তুলে ধরা, ভালো কথা। কিন্তু গুজরাটে ২০০২ সালের ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষে যে অপূরণীয় ক্ষতি হয়েছিল, তখন যে অগুন্তি লোকের প্রাণহানি হয়েছিল, তা কেন পর্দায় ফুটে উঠবে না? তাদের কথাও বিশ্ব জানুক। ফলে কাশ্মীর ফাইলস বনাম গুজরাট ফাইলস দ্বন্দ্ব তৈরি হয়েছে। এতে বিতর্ক আরও বেড়েছে।

পরপর তিনটে ছবি। আর তিনটে ছবিতেই রাজনীতির নগ্নতাকে তুলে ধরে প্রশংসা কুড়োলেন বিবেক অগ্নিহোত্রী। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’, ২০১৯ সালে ‘দ্য তাসখন্দ ফাইলস’। আর তার তিন বছরের মাথায় মুক্তি পেল ‘দ্য কাশ্মীর ফাইলস’। আগের দুটি ছবির মতো এটিও ঝাঁ চকচকে বলিউডি ঘরানা ছেড়ে সামাজিক কালো সরু গলিপথে হেঁটেছে। আর সেই পথে আরও একবার সফল পরিচালক। তাই এবার তাঁর হাত ধরে ‘দ্য গুজরাট ফাইলস’ মুক্তির দাবি উঠেছে।

পড়ুন: The Kashmir Files: কাশ্মীরী পন্ডিতদের তাড়ানোর সময় সরকারের শরিক বিজেপি ছিল ‘নীরব’

বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম ছবিতে শহর আর জঙ্গলের এক চিত্র তুলে ধরেছিলেন বিবেক অগ্নিহোত্রী। নকশালপন্থী আদর্শ আর সোশালিজম-ক্যাপিটালিজম মিলেমিশে এক হয়ে গিয়েছিল তাঁর ক্যামেরায়। ‘দ্য তাসখন্দ ফাইলসে’ দেখিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রীর বিতর্কিত মৃত্যু রহস্য। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কি রাজনীতির ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল বিষ দেওয়া হয়েছিল তাঁকে এইসব প্রশ্নই উঠে আসে ছবিতে।

এবার কাশ্মীরী পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারের কাহিনী তিনি তুলে আনলেন সেলুলয়েডে। নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের ভিটেছাড়া করতে গণহত্যা চালিয়েছিল ইসলাম ধর্মাবলম্বী কিছু মানুষ। এই বিষয়কে নিয়ে তৈরি ছবি। অন্যতম মুখ্য অভিনেতা অনুপম খের নিজেও একজন কাশ্মীরি পণ্ডিত এবং এই সমস্যার ভুক্তভোগী ও বিজেপি অনুগামী।

দ্য কাশ্মীর ফাইলসের সঙ্গে আলোচিত হতে শুরু করেছে বিতর্কিত গুজরাট ফাইলস। গুজরাটের এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী। মামলায় তাঁদের নাম বারবার উঠে এলেও আদালতে তা প্রমাণ হয়নি।

<

p style=”text-align: justify;”>গুজরাটের এই গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ‘গুজরাট ফাইলস- অ্যানাটমি অফ আ কভার আপ’ নামে একটি বই রয়েছে। সাংবাদিক রানা আইয়ুবের এই বইটিতে গুজরাটের তৎকালীন সময়কার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণিত রয়েছে। রাজনীতির অনেক কর্মকর্তার উপর রাজনৈতিক চাপের কথাও উঠে এসেছে। এর ভিত্তিতে গুজরাট ফাইলস নাম নিয়ে সেই ছবি করার দাবি তুলেছে অনেকে। এবার বিবেক অগ্নিহোত্রী তাতে সাড়া দেন কিনা, সেটাই প্রশ্ন।