Samantha Ruth: বিয়ে নয়, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা

Actress Samantha is going to be a mother

দক্ষিণের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য। অন্য দিকে, ‘পুষ্পা’র সাফল্যের পর থেকেই রাতারাতি সর্বভারতীয় স্তরে পরিচিতি পেয়েছেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। কেরিয়ার যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই তোলপাড় সামান্থার ব্যক্তিগত জীবন।

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনটা মোটেই ভালো যাচ্ছে না সামান্থা রুথ প্রভুর। মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এরপর শারীরিকভাবে ভেঙে পড়েন সামান্থা।

   

রিপোর্ট অনুযায়ী সামান্থা রুথ প্রভু এখনও পুরোপুরি সুস্থ নয়। এখনও চলছে চিকিৎসা। এদিকে সন্তানের মা হওয়া নিয়ে জটিলতা বেঁধেছে এই নায়িকার জীবনে।সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, সময় যত যাবে, সামান্থার মা হতে আরও জটিলতা বৃদ্ধি পাবে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন।

টলিউড ডটনেটের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর বিয়ে করার কোনো ইচ্ছা নেই।তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সামান্থা। সেটা সন্তান দত্তক নিয়ে। তিনি দুটি সন্তান দত্তক নিতে চান।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তারপর ২০২১ নাগাদ সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন এ জুটি। তবে এক সময় তিক্ততা থাকলেও সাম্প্রতিক কালে পরস্পরের প্রশংসাই শোনা গিয়েছে তাঁদের মুখে। তা হলে ভবিষ্যতে ফের এক হবেন কি নাগা-সামান্থা? প্রশ্ন জটিল আর উত্তরও অজানা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন