অক্ষয়ের কেরিয়ারে বড় ভূমিকা ছিল ইরফানের, জানালেন নিখিল

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) জানতেন না তাঁর কেরিয়ারে প্রয়াত হিন্দি তারকা ইরফান খানের ভূমিকা কতটা। সম্প্রতি ইরফান সংক্রান্ত এক প্রস্তাবে এই তথ্য…

Irrfan Khan's role in Akshay Kumar's career.

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) জানতেন না তাঁর কেরিয়ারে প্রয়াত হিন্দি তারকা ইরফান খানের ভূমিকা কতটা। সম্প্রতি ইরফান সংক্রান্ত এক প্রস্তাবে এই তথ্য সামনে আনেন পরিচালক নিখিল আদভানি।

শাহিদের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি, কিন্তু কোন ছবিতে?

   

২০১৬ সালে মুক্তি পায় পরিচালক রামকৃষ্ণ মেননের সিনেমা “এয়ারলিফ্ট”। অক্ষয়া কুমারকে দেখা যায় সিনেমার মুখ্য চরিত্রে। এই সিনেমা তাঁর কেরিয়ারের একটি বড় হিট ছিল। কিন্তু সিনেমাতে প্রযোজক নিখিল আদভানির প্রথমে পছন্দ ছিল ইরফান খান। কিন্তু পরে এই চরিত্রের জন্য অক্ষয় কুমারকে বেঁচে নেন প্রযোজক। কারণ নিখিল আদভানি যখন ইরফান খানের কাছে এই সিনেমার প্রস্তাব নিয়ে যান, প্রয়াত অভিনেতা ইরফান তাকে বলেছিলেন এই ভূমিকায় তাঁর চেয়ে অক্ষয় বেশি মানানসই। সিনেমাটি সময়ের থেকে অনেক গুন এগিয়ে এবং পরিচালক অক্ষয়কে এই চরিত্রে নিলেই সিনেমার লাভ। এই কথা গুলো এখনো ভোলেননি আদভানি।

আল্লুকে টেক্কা দিতে বাজারে আসছে নতুন ‘পুষ্পা ২’

এরপর প্রযোজক নিখিল আদভানি অক্ষয়ের কাছে “এয়ারলিফ্ট” এ প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব নিয়ে যান। প্রস্তাব পাওয়া মাত্রই অক্ষয় এই সিনেমায় কাজ করতে রাজি হয় যান।
আদভানি জানিয়েছিলেন অক্ষয়কে ইরফান এই ছবি করতে চান নি, বরং তাঁর পরামর্শেই তিনি এসেছেন অক্ষয়ের কাছে। এটি একটি সিরিয়াস ছবি এবং ওয়ার্কশপের কথা বলতেই অক্ষয় রাজি হয় যান সিনেমায় অভিনয় করতে।