একই ছবিতে ভারতীয় সঙ্গীত জগতের দুই নক্ষত্র, নেট মাধ্যমে ভাইরাল ছবি

Shreya Ghoshal and AR Rahman: ভারতীয় সঙ্গীত জগতের মহারথীদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাঁর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না।

Shreya Ghoshal and AR Rahman posing together for a picture

Shreya Ghoshal and AR Rahman: ভারতীয় সঙ্গীত জগতের মহারথীদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাঁর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ তিনি আমাদের সকলের প্রিয়। শুধু আমাদের কাছে নয়, বরং ভারতের পাশাপাশি বিদেশে মাটি তো তিনি সমানভাবে চর্চিত।

ভারত বাদেও অন্যান্য দেশে তার ভক্ত সংখ্যা কম নয়। সেটা অবশ্য গায়িকার বিদেশের মাটিতে বিভিন্ন কনসার্ট দেখলেই বোঝা যায় আমেরিকা হোক কিংবা সুইজারল্যান্ড সাধারণ মানুষের ভিড়ে রীতিমতো তিল ধারণের জায়গা থাকে না।

অন্যদিকে আমেরিকাতে ভারতীয় এই গায়িকাকে শ্রদ্ধা জানাতে সেখানকার সরকার চালু করেছে শ্রেয়া ঘোষাল দিবস। যা ভারতের মুকুটে এক অন্যতম রত্ন। তাঁর গান আমাদের সকলের মন সহজেই ছুঁয়ে যায়। বাংলা, হিন্দি পাশাপাশি আরও একাধিক ভাষাতেও সাবলীল ভাবে নিজের গলার স্বর দিয়ে মুগ্ধ করেছেন সকলকে।

তবে এসব বাদ দিল শ্রেয়া ঘোষাল সামাজিক মাধ্যমে সমানভাবে সক্রিয়, সেটা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। তিনি মাঝেমধ্যেই বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও ভক্তদের সাথে শেয়ার করে দেন আর সেখানে ভক্তদের অনুমোদনা থাকে চোখে পড়ার মতো।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

সম্প্রতি ঠিক সেরকমই একটি ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে একই সাথে শ্রেয়া ঘোষাল এবং ভারতের অন্যতম সুরকার এআর রহমান। ভারতের সুরের আকাশের এই দুই উজ্জ্বল নক্ষত্রকে পাশাপাশি দেখে আবেগাপ্লুত সংগীতপ্রেমীরা। ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারে পিয়ানোর সামনে বসে রয়েছেন এআর রহমান এবং তাঁর পাশে দাঁড়িয়ে শ্রেয়া ঘোষাল। যা সকলের নজর কেড়েছে।