Gadar 2: গদর ২ পেল ভারতীয় সেনার সবুজ সংকেত

যে কোনও সেনা-সংক্রান্ত ছবি ভারতে নির্মান/মুক্তি করতে গেলে প্রয়োজন হয়ে নো-অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate). প্রতিরক্ষা মন্ত্রকের প্রিভিউ কমিটির (Ministry of Defence Preview Committee) সবুজ…

Gadar 2: গদর ২ পেল ভারতীয় সেনার সবুজ সংকেত

যে কোনও সেনা-সংক্রান্ত ছবি ভারতে নির্মান/মুক্তি করতে গেলে প্রয়োজন হয়ে নো-অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate). প্রতিরক্ষা মন্ত্রকের প্রিভিউ কমিটির (Ministry of Defence Preview Committee) সবুজ সংকেত লাগে ছবি মুক্তির আগে। এবার সানি দিওল-আমিশা পাটেল অভিনীত গদর ২ কে দেওয়া হল NOC। ফলে আর কোনও আইনি বাধা রইল না সিনেমা মুক্তি নিয়ে।

গদর ২-এর নির্মাতারা ভারতীয় সেনার জন্য একটি স্পেশাল স্ক্রিনিং আয়োজন করা হয়। ছবি দেখে অনেক সেনা আধিকারিক আপ্লুত হন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ছবে দেখার পর যে সেনা থেকে সবুজ সংকেত শুধু দেওয়া হল তা নয়, ছবির প্রশংসাও করা হয় তাদের তরফে।

   

সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা ‘গদর ‘ এর পর এবার ২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘গদর ২’।

Advertisements

২২ বছর পর নতুন করে আবার মুক্তি পেতে চলেছে ‘গদর এক প্রেম কথা।’ ২০০১ সালের এই সিনেমা সাড়া ফেলেছিল বক্স অফিসে। সানি দিওল-আমিশা প্যাটেল অভিনীত হিট সিনেমা আবার মুক্তি পাবে হলে, আবার দর্শককে করে দেবে নস্টালজিক।Gadar Ek Prem Katha

‘গদর এক প্রেম কথা’ দেশ ভাগের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এক গল্প। মারাত্বক সাড়া ফেলেছিল বক্স অফিসে। ছবির প্রথম অংশে দেখা যায় সানি দিওলের চরিত্র স্ত্রীকে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছেন। পরের অংশে এবার দেখা যাবে তিনি তার ছেলেকে ফিরিয়ে আনতে পাকিস্তান গিয়েছেন।

২০০১ সালে অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’ ছবির সিক্যুয়েল ‘গদর ২’। ছবিটি একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা, যা লিখেছেন শক্তিমান তলোয়ার। ‘গদর ২’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল, সানি দেওল ও উৎকর্ষ শর্মা।Gadar 2: গদর ২ পেল ভারতীয় সেনার সবুজ সংকেত

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গদর ২’। তারা সিং (সানি দেওল) তার ছেলে চরণজিৎকে (উৎকর্ষ শর্মা) ফিরিয়ে আনতে পাকিস্তানে ফিরে আসে।

২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে শেষবার অভিনয় করেছিলেন আমিশা প্যাটেল। এদিকে চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পাবে ‘গদর ২’।