‘সীতা রামম’ খ্যাত পরিচালক হানু রাঘবপুরীর পরের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রভাস ও ইমানভি (Imanvi)। পিরিয়ড ড্রামার ঘরানার এই ছবি দিয়েই বড় পর্দায় প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছেন ইমানভি। জানেন কী তিনি একজন প্রাক্তন পাকিস্তান সেনাকর্মীর কন্যা?
১৯৯৫ সালের ২০ অক্টোবরে, দিল্লি শহরে জন্মগ্রহণ করেন ইমান ইসমাইল ওরফে ইমানভি। ছোটবেলা তাঁর কাটে দিল্লিতেই। তাঁর বাবা-মা ছিলেন পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা। পাকিস্তানের সেনাবাহিনীতে কাজ করতেন তাঁর বাবা। পরে তাঁর পরিবারকে নিয়ে দিল্লিতে চলে আসেন ইমানভির বাবা। ইমানভির যখন আট বছর বয়স তখন বাবা মায়ের সঙ্গে আমেরিকা পারি দেন তিনি। লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠেন ইমানভি। এই শহরেই স্কুলের গনসি পেরিয়ে এমবিএ করেন তিনি।
View this post on Instagram
ছোটবেলা থেকেই নাচের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি। পড়াশোনার চালানোর সঙ্গে সঙ্গে নাচের বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তিনি । বিভিন্ন জায়গায় পারফর্ম করতেও দেখা যেত তাঁকে। আলাদা করে প্রশিক্ষণ না নিলেও একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করেন তিনি। তাঁর জনপ্রিয় নাচের ভিডিও গুলির মধ্যে রয়েছে সুভাষ ঘাইয়ের পরিচালনায় ১৯৯৯ সালের ‘তাল’ সিনেমার ‘রমতা যোগী’ গান, এবং ২০২৩ সালের তামিল ছবির ‘এনিমি’র ‘টাম টা গানটির ভিডিও। এই নাচের ভিডিও তাঁর সোশাল মিডিয়াতে শেয়ার করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন ইমানভি।
View this post on Instagram
আরজি কর কাণ্ডের প্রভাবে স্থগিত ‘যমালয়ে জীবন্ত ভানু’র মুক্তি!
হানু রাঘবপুরীর আগামী ছবিতে থাকার কথা রয়েছে মিঠুন চক্রবর্তী এবং জয়াপ্রদারও। কীভাবে প্রথম ছবিতেই প্রভাসের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন ইমানভি? শোনা গেছে যে প্রথমে এই ছবির প্রস্তাব গিয়েছিল ম্রুণাল ঠাকুরের কাছে। পরিচালকের আগের ছবি ‘সীতা রামম’ এ দুলকের সালমানের বিপরীতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী। তিনি প্রস্তাব ফ্রীরিয়ে দিতেই ঈমানবিকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়। এই গুজব উড়িয়ে দিয়েছেন ম্রুণাল ।
জন হ্যারিসন নামে এক সঙ্গীতশিল্পীর সঙ্গে সম্পর্কে থাকার কথা শোনা গিয়েছিলো ইমানভির। তবে এখনও অবিবাহিত রয়েছেন তিনি। সোশাল মিডিয়াতে বিপুল জনপ্রিয়তা রয়েছে ইমানভির। বর্তমানে তাঁর ইনস্টাগ্রামে আট লক্ষেরও বেশি অনুগামী রয়েছে।